প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ০৩:১৪ পিএমআপডেট : ০৬ মার্চ ২০১৮, ০৩:১৫ পিএম
কংগ্রেস
গোয়া ও মনিপুরের পর এবার মেঘালয়েও সরকার গঠনে ব্যর্থ কংগ্রেস। একক বৃহত্তম দল হলেও সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি দলটি। বিজেপির সমর্থনে মঙ্গলবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি প্রধান কনরাড সংমা। এদিকে, ত্রিপুরায় বামদল-বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।
দশবছর মেঘালয়ের ক্ষমতায় থাকা কংগ্রেস, এবারের নির্বাচনেও পায় সংখ্যাগরিষ্ঠতা। তবে ৬০ আসনের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া কংগ্রেস ব্যর্থ জোট সরকার গঠনেও।
ঠিক যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল বিজেপি। অঞ্চলে দ্বিতীয় জনপ্রিয় দল এনপিপির সঙ্গে জোট বেঁধে অংশ নেয় নির্বাচনে। ভোটে এনপিপি পায় ১৯ আর বিজেপি ২ আসন।
সরকার গঠনে প্রয়োজনীয় ৩১ আসন নিশ্চিতে এগিয়ে আসে ৬ আসন জেতা ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি, চার আসনের পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট, দুই আসন জেতা এইচএসপিডিপি এবং ১ আসন জেতা স্বতন্ত্র প্রার্থী সামুল সাংমা।
এদিকে, ত্রিপুরায় বিজেপি- বামদলের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এনডিটিভি বলছে, বিজেপিকর্মীরা বুলডোজার দিয়ে বেলুনিয়া শহরে লেনিনের ভাস্কর্য ভেঙ্গে দিলে, সংঘর্ষের শুরু হয়। আগরতলায় সিপিএম কার্যালয়সহ বিভিন্ন স্থানে সিপিএম কর্মীদের ওপরও হয়েছে হামলা। এসব ঘটনায় আটক হয়েছেন তিন জন। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
৬০ আসনের রাজ্যটিতে টানা দুই দশক ক্ষমতায় থাকা বামদল, এবারের নির্বাচনে পায় মাত্র ১৬ আসন। অন্যদিকে, স্থানীয় রাজনৈতিক দল ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নিয়ে বিজেপি পায় ৪৩ আসন। রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা বিপ্লব দেবের নাম প্রস্তাব হয়েছে।
অন্যদিকে, নাগাল্যান্ডে স্থানীয় ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির নেতৃত্বে নির্বাচনে জয় পাওয়া বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে এনডিপিপি নেতা নেইফিউ রাওয়ের নাম প্রস্তাব করেছে।
আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২০০ জনেরও বেশি ভেনেজুয়েলার নাগরিককে এল সালভাদরে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে তাঁদের বহনকারী একটি বিমান দেশটিতে পৌঁছায়। বিবিসির এক...
ইয়েমেনে ইরান–সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে বড় পরিসরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার শুরু হওয়া এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য...
টর্নেডোর তাণ্ডবে আমেরিকার মধ্য ও দক্ষিণাঞ্চলে মৃত্যু বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু মিসৌরিতেই মারা গেছে ১২ জন। এ ছাড়া কানসাসে মারা গেছেন ৮ জন। টর্নেডোর কয়েকটি ভিডিওতে দেখা যায়, বাতাসের তোড়ে...
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি...
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জাতিসংঘ মহাসচিব সংস্কারে সহযোগিতার আশ্বাস দিলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, সংস্কার হবে বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে শফিকুল আলম এ কথা বলেন। প্রেস উইং থেকে আরো...
এবার মেঘালয়েও সরকার গঠনে ব্যর্থ কংগ্রেস
দশবছর মেঘালয়ের ক্ষমতায় থাকা কংগ্রেস, এবারের নির্বাচনেও পায় সংখ্যাগরিষ্ঠতা। তবে ৬০ আসনের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া কংগ্রেস ব্যর্থ জোট সরকার গঠনেও।
ঠিক যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল বিজেপি। অঞ্চলে দ্বিতীয় জনপ্রিয় দল এনপিপির সঙ্গে জোট বেঁধে অংশ নেয় নির্বাচনে। ভোটে এনপিপি পায় ১৯ আর বিজেপি ২ আসন।
সরকার গঠনে প্রয়োজনীয় ৩১ আসন নিশ্চিতে এগিয়ে আসে ৬ আসন জেতা ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি, চার আসনের পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট, দুই আসন জেতা এইচএসপিডিপি এবং ১ আসন জেতা স্বতন্ত্র প্রার্থী সামুল সাংমা।
এদিকে, ত্রিপুরায় বিজেপি- বামদলের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এনডিটিভি বলছে, বিজেপিকর্মীরা বুলডোজার দিয়ে বেলুনিয়া শহরে লেনিনের ভাস্কর্য ভেঙ্গে দিলে, সংঘর্ষের শুরু হয়। আগরতলায় সিপিএম কার্যালয়সহ বিভিন্ন স্থানে সিপিএম কর্মীদের ওপরও হয়েছে হামলা। এসব ঘটনায় আটক হয়েছেন তিন জন। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
৬০ আসনের রাজ্যটিতে টানা দুই দশক ক্ষমতায় থাকা বামদল, এবারের নির্বাচনে পায় মাত্র ১৬ আসন। অন্যদিকে, স্থানীয় রাজনৈতিক দল ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নিয়ে বিজেপি পায় ৪৩ আসন। রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা বিপ্লব দেবের নাম প্রস্তাব হয়েছে।
অন্যদিকে, নাগাল্যান্ডে স্থানীয় ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির নেতৃত্বে নির্বাচনে জয় পাওয়া বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে এনডিপিপি নেতা নেইফিউ রাওয়ের নাম প্রস্তাব করেছে।
/টি-আই/