প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৮, ০৩:৪১ পিএমআপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ০৪:১৪ পিএম
লুবনা আল ওলায়ান
প্রথমবারের মতো সৌদি আরবের সরকারি কোন ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হলেন একজন নারী। তাঁর নাম লুবনা আল ওলায়ান। শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়।
সৌদি ব্রিটিশ ব্যাংক-এসএবিবি এবং আলাওয়াল ব্যাংকের সমন্বয়ে গঠিত নতুন ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ওলায়ান। এই পদক্ষেপের মাধ্যমে সৌদি আরবের রক্ষণশীল সমাজে নারীর ভূমিকা আরও একধাপ এগিয়ে গেলো বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পড়াশোনা করা ওলায়ান, এবছর ফোর্বস ম্যাগাজিনের তৈরি করা মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষস্থান অধিকার করেন। তাঁকে দেখে অন্যান্য সৌদি নারীরা অনুপ্রাণিত হবেন বলে আশা করা হচ্ছে।
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেয় ইসরায়েল। কিছু সময় পরে সেটি আবার মুছেও ফেলে। তবে এ ব্যাপারে ইসরায়েল সরকারের পক্ষ থেকে...
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন...
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। ভারতীয়...
ইংরেজি সালের সঙ্গে আমাদের সম্পর্ক যতটা গভীর, বাংলা সনের সঙ্গে তেমনটা দেখা যায় না। কেন বলছি এ কথা? কারো কাছে যদি জানতে চাওয়া হয়, আজ বৈশাখের কত তারিখ? তখন আমরা চট করে তারিখের কথা বলতে পারি না। আমরা...
সৌদি ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ওলায়ান
সৌদি ব্রিটিশ ব্যাংক-এসএবিবি এবং আলাওয়াল ব্যাংকের সমন্বয়ে গঠিত নতুন ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ওলায়ান। এই পদক্ষেপের মাধ্যমে সৌদি আরবের রক্ষণশীল সমাজে নারীর ভূমিকা আরও একধাপ এগিয়ে গেলো বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পড়াশোনা করা ওলায়ান, এবছর ফোর্বস ম্যাগাজিনের তৈরি করা মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষস্থান অধিকার করেন। তাঁকে দেখে অন্যান্য সৌদি নারীরা অনুপ্রাণিত হবেন বলে আশা করা হচ্ছে।
/এমআর/