প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ০৭:৪৬ এএমআপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০৮:৪০ এএম
সাংবাদিক জামাল খাশোগি
সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় সৌদি সরকার জড়িত ইস্তাম্বুলের সৌদি দূতাবাস ও বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে, এমন দাবি করছে এরদোয়াঁ সরকার। তারা বলছে, দূতাবাসে প্রবেশের দুই ঘণ্টার মধ্যেই হত্যা করা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচক জামাল খাশোগিকে। এদিকে খাশোগি নিখোঁজের ঘটনায় রিয়াদের কাছে সদুত্তোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
২ অক্টোবর তুরস্কের সময় দুপুর সোয়া একটা। ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে ঢুকছেন সাংবাদিক জামাল খোশেগি।
এর কিছু সময় পর দূতাবাসে আসে সৌদি কর্মকর্তা বহনকারি কয়েকটি গাড়ি। স্থানীয় সময় ৩টায় গাড়িগুলো আবার দূতাবাস থেকে সৌদি রাষ্ট্রদূতের বাসভবনে যায়।
এর আড়াই ঘন্টা পর দূতাবাসের সামনের রাস্তায় পায়চারি করতে দেখা যায় সাংবাদিক জামাল খাশোগির হবু স্ত্রীকে।
তুরস্কের পুলিশ ও খাশোগির হবু স্ত্রীর দাবি, দূতাবাসে প্রবেশের পর আর বের হননি ৫৯ বছরের খাশোগি। সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, প্রবেশের কিছু সময়ের মধ্যেই বেরিয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাচনে থাকা ওয়াশিংটন পোস্টের এ প্রদায়ক। যদিও দাবির পক্ষে প্রমাণ দিতে পারেনি সৌদি সরকার।
সৌদি সরকারের শীর্ষ নেতৃত্বের নির্দেশে, দূতাবাসের প্রবেশের পরপরই খাশোগিকে হত্যা করা হয় তুর্কি কর্মকর্তাদের বরাতে এমন প্রতিবেদনই প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদনে আরও বলা হয়, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ওই ১৫ সৌদি নাগরিকদের বেশিরভাগ সেদেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। এদের একজন ময়নাতদন্ত বিশেষজ্ঞও বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, খাশোগিকে হত্যার পর দেহ বিচ্ছিন্ন করতে আনা হয়েছিল তাকে।
বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুজনের মধ্যে বৈঠক হয়েছে। এ সময় মহাকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন নরেন্দ্র মোদি ও...
গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা এই চুক্তি বাস্তবায়ন করতে...
মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর এবার ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এর আগে গত রোববার কেন্দ্রীয়...
টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করার ব্যাপারে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ...
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়েবাড়িতে গান শোনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বল্লমের আঘাতে ময়না নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের...
টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ফোনালাপ হয়। তবে কী নিয়ে...
শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত...
দূতাবাসেই খুন হন খাশোগি: তুরস্কের পুলিশ
২ অক্টোবর তুরস্কের সময় দুপুর সোয়া একটা। ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে ঢুকছেন সাংবাদিক জামাল খোশেগি।
এর কিছু সময় পর দূতাবাসে আসে সৌদি কর্মকর্তা বহনকারি কয়েকটি গাড়ি। স্থানীয় সময় ৩টায় গাড়িগুলো আবার দূতাবাস থেকে সৌদি রাষ্ট্রদূতের বাসভবনে যায়।
এর আড়াই ঘন্টা পর দূতাবাসের সামনের রাস্তায় পায়চারি করতে দেখা যায় সাংবাদিক জামাল খাশোগির হবু স্ত্রীকে।
তুরস্কের পুলিশ ও খাশোগির হবু স্ত্রীর দাবি, দূতাবাসে প্রবেশের পর আর বের হননি ৫৯ বছরের খাশোগি। সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, প্রবেশের কিছু সময়ের মধ্যেই বেরিয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাচনে থাকা ওয়াশিংটন পোস্টের এ প্রদায়ক। যদিও দাবির পক্ষে প্রমাণ দিতে পারেনি সৌদি সরকার।
সৌদি সরকারের শীর্ষ নেতৃত্বের নির্দেশে, দূতাবাসের প্রবেশের পরপরই খাশোগিকে হত্যা করা হয় তুর্কি কর্মকর্তাদের বরাতে এমন প্রতিবেদনই প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদনে আরও বলা হয়, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ওই ১৫ সৌদি নাগরিকদের বেশিরভাগ সেদেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। এদের একজন ময়নাতদন্ত বিশেষজ্ঞও বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, খাশোগিকে হত্যার পর দেহ বিচ্ছিন্ন করতে আনা হয়েছিল তাকে।
/এম-আই/