প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১০:২৪ এএমআপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১০:৩১ এএম
সৌদি আরব-শ্বব্যাংক
তুরস্কের ইস্তাম্বুলের সৌদি দূতাবাস থেকে সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় বেশ বেকায়দায় সৌদি সরকার। খাশোগিকে হত্যার অভিযোগ এনে এরই মধ্যে সেখানে আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এর আগে, ওয়াশিংটন পোস্ট, সিএনবিসি, সিএনএন ও ফিনানসিয়াল টাইমসও সম্মেলন বয়কট করে।
বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের ওই সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে। একই ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থাও ২৩ অক্টোবরের ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।
এদিকে, খাশোগিকে হত্যার অডিও এবং ভিডিও প্রমাণ হাতে পাওয়ার দাবি জানিয়েছেন তুরস্কের তদন্ত কর্মকর্তারা।
বিবিসি ও ওয়াশিংটন পোস্ট জানায়, দূতাবাস থেকে পাওয়া ফুটেজে খাশোগিকে জেরা করা ও নির্যাতনের মাধ্যমে হত্যার প্রমাণ রয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারাও খাশোগিকে দূতাবাসেই হত্যা করা হয়েছে বলে দাবি জানায়। গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে যাওয়ার পর থেকে নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগি। তিনি সৌদি রাজপুত্র মহম্মদ বিন সালমানের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন।
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেয় ইসরায়েল। কিছু সময় পরে সেটি আবার মুছেও ফেলে। তবে এ ব্যাপারে ইসরায়েল সরকারের পক্ষ থেকে...
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন...
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। ভারতীয়...
ইংরেজি সালের সঙ্গে আমাদের সম্পর্ক যতটা গভীর, বাংলা সনের সঙ্গে তেমনটা দেখা যায় না। কেন বলছি এ কথা? কারো কাছে যদি জানতে চাওয়া হয়, আজ বৈশাখের কত তারিখ? তখন আমরা চট করে তারিখের কথা বলতে পারি না। আমরা...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা...
সৌদির বাণিজ্য সম্মেলন বয়কট করেছে বিশ্বব্যাংক
বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের ওই সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে। একই ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থাও ২৩ অক্টোবরের ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।
এদিকে, খাশোগিকে হত্যার অডিও এবং ভিডিও প্রমাণ হাতে পাওয়ার দাবি জানিয়েছেন তুরস্কের তদন্ত কর্মকর্তারা।
বিবিসি ও ওয়াশিংটন পোস্ট জানায়, দূতাবাস থেকে পাওয়া ফুটেজে খাশোগিকে জেরা করা ও নির্যাতনের মাধ্যমে হত্যার প্রমাণ রয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারাও খাশোগিকে দূতাবাসেই হত্যা করা হয়েছে বলে দাবি জানায়। গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে যাওয়ার পর থেকে নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগি। তিনি সৌদি রাজপুত্র মহম্মদ বিন সালমানের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন।
/এইচ.এ/