প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ০৩:০৯ পিএমআপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ০৫:৫৮ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোঁয়ান
ইস্তাম্বুলের সৌদি দূতাবাসের বিরুদ্ধে সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ তদন্তের গুরুত্বপূর্ণ আলামত নষ্টের অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোঁয়া। খাশোগিকে জিজ্ঞাসাবাদ ও অপহরণের ঘটনায় সৌদি আরবের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ আর ইস্তাম্বুলের সৌদি দূতাবাস কর্মকর্তারা জড়িত বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। তবে, খাশোগির পরিণতির বিষয়ে সৌদি যুবরাজ সালমান কিছু জানেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হদিস মেলেনি সৌদি রাজতন্ত্রের সমালোচক, সাংবাদিক জামাল খাশোগির। প্রতিনিয়ত নতুন তথ্য প্রকাশ আর তদন্ত নানামুখী মোড় নিলেও এখনও কোন কিছুই নিশ্চিত হওয়া যায়নি। যদিও, ঘুরেফিরে প্রায় সবাই অভিযোগের আঙ্গুল তুলছে ইস্তাম্বুলের সৌদি দূতাবাস আর যুবরাজ সালমানের দিকেই।
হত্যার পর খাশোগির মরদেহ কয়েক টুকরা করা হয়েছে বলে তুরস্কের এক কর্মকর্তার বরাত দিয়ে দাবি করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এর আগে নিখোঁজের ঘটনার কয়েকদিন পরই একই তথ্য দিয়েছিল নিউইয়র্ক টাইমস। মার্কিন গণমাধ্যমের আরো দাবি, খাশোগি হত্যায় সরাসরি জড়িত সৌদি আরবের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ আর ইস্তাম্বুলের সৌদি দূতাবাস। আর এতে নেতৃত্ব দিয়েছেন সৌদি যুবরাজ সালমানের এক ঘনিষ্ঠ উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা।
তবে প্রিন্স সালমানের পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলছেন, এ বিষয়ে কিছুই জানেন না সৌদি যুবরাজ। ঘটনার কারণ অনুসন্ধানে সালমান পূর্ণ তদন্ত চালাচ্ছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। একই সুরে কথা বলছেন সৌদি বাদশাহর সাথে বৈঠক শেষে তুরস্ক সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, আমি এরই মধ্যে সৌদি বাদশাহ সালমান ও পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেরের সাথে কথা বলেছি। তারা স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের কথা জানিয়েছেন। অপরাধী যে-ই হোক, তাদের বিচারের আওতায় আনার নিশ্চয়ত দিয়েছেন তারা।
এদিকে সৌদি দূতাবাসের বিরুদ্ধে আলামত নষ্টের অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোঁয়া। তবে তদন্তে কাউকে ছাড় দেয়া হবে না বলে আবারো নিশ্চিত করেছেন তিনি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোঁয়া বলেন, সৌদি দূতাবাসে এরই মধ্যে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েছে আমাদের তদন্ত দল, ভবিষ্যতেও তল্লাশি অব্যাহত থাকবে। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে দেয়া হয়েছে। তবে, আমরা এ রহস্যের শেষ দেখতে চাই।
অন্যদিকে সৌদি সাংবাদিকের সন্দেহভাজন হত্যাকারী হিসেবে সাতজনের পাসপোর্টের ছবি প্রকাশ করেছে খাশোগির কর্মস্থল, ওয়াশিংটন পোস্ট।
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার আতঙ্ক এখনো কাটেনি, এরই মধ্যে কাশ্মীরের বারমুলা জেলার উরিতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার এ ঘটনায় এখন পর্যন্ত...
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন...
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। ভারতীয়...
ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ওই হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারবে। আজ বুধবার সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট...
ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পাহেলগামে এক দল বন্দুকধারীর গুলিতে অন্তত ২৮ জন পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পর্যটন স্পট পহেলগামে...
কক্সবাজারে অবসরপ্রাপ্তর মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। আজ বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের...
দূতাবাসের আলামত নষ্ট করা হয়েছে: এরদোঁয়া
দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হদিস মেলেনি সৌদি রাজতন্ত্রের সমালোচক, সাংবাদিক জামাল খাশোগির। প্রতিনিয়ত নতুন তথ্য প্রকাশ আর তদন্ত নানামুখী মোড় নিলেও এখনও কোন কিছুই নিশ্চিত হওয়া যায়নি। যদিও, ঘুরেফিরে প্রায় সবাই অভিযোগের আঙ্গুল তুলছে ইস্তাম্বুলের সৌদি দূতাবাস আর যুবরাজ সালমানের দিকেই।
হত্যার পর খাশোগির মরদেহ কয়েক টুকরা করা হয়েছে বলে তুরস্কের এক কর্মকর্তার বরাত দিয়ে দাবি করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এর আগে নিখোঁজের ঘটনার কয়েকদিন পরই একই তথ্য দিয়েছিল নিউইয়র্ক টাইমস। মার্কিন গণমাধ্যমের আরো দাবি, খাশোগি হত্যায় সরাসরি জড়িত সৌদি আরবের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ আর ইস্তাম্বুলের সৌদি দূতাবাস। আর এতে নেতৃত্ব দিয়েছেন সৌদি যুবরাজ সালমানের এক ঘনিষ্ঠ উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা।
তবে প্রিন্স সালমানের পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলছেন, এ বিষয়ে কিছুই জানেন না সৌদি যুবরাজ। ঘটনার কারণ অনুসন্ধানে সালমান পূর্ণ তদন্ত চালাচ্ছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। একই সুরে কথা বলছেন সৌদি বাদশাহর সাথে বৈঠক শেষে তুরস্ক সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, আমি এরই মধ্যে সৌদি বাদশাহ সালমান ও পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেরের সাথে কথা বলেছি। তারা স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের কথা জানিয়েছেন। অপরাধী যে-ই হোক, তাদের বিচারের আওতায় আনার নিশ্চয়ত দিয়েছেন তারা।
এদিকে সৌদি দূতাবাসের বিরুদ্ধে আলামত নষ্টের অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোঁয়া। তবে তদন্তে কাউকে ছাড় দেয়া হবে না বলে আবারো নিশ্চিত করেছেন তিনি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোঁয়া বলেন, সৌদি দূতাবাসে এরই মধ্যে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েছে আমাদের তদন্ত দল, ভবিষ্যতেও তল্লাশি অব্যাহত থাকবে। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে দেয়া হয়েছে। তবে, আমরা এ রহস্যের শেষ দেখতে চাই।
অন্যদিকে সৌদি সাংবাদিকের সন্দেহভাজন হত্যাকারী হিসেবে সাতজনের পাসপোর্টের ছবি প্রকাশ করেছে খাশোগির কর্মস্থল, ওয়াশিংটন পোস্ট।
/এন-এইচ/