প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ০৩:০৬ পিএমআপডেট : ২১ অক্টোবর ২০১৮, ০৩:০৮ পিএম
সাংবাদিক জামাল খাশোগি
সাংবাদিক জামাল খাশোগির মৃত্যুতে কোনঠাসা সৌদি আরব। প্রশ্ন উঠেছে সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের একচ্ছত্র ক্ষমতা নিয়ে। বিশ্লেষকেরা বলছেন, খাশোগির মৃত্যুর বিশ্বাসযোগ্য প্রমাণ না দেখাতে পারলে, মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে সৌদি রাজপরিবার।
অনেকটা নাটকীয়ভাবে গত বছর সৌদি সিংহাসনের উত্তরসূরি মনোনীত হন ৩২ বছরের মোহাম্মদ বিন সালমান। ব্যপক সংস্কারের পাশাপাশি নিজের একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেন তিনি।
সমালোচক জামাল খাশোগির মৃত্যুতে ব্যপক ভাবমূর্তি সংকটে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আন্তর্জাতিক বিশ্ব এরইমধ্যে বয়কট করেছে যুবরাজ সালমানের ডাকা বিনিয়োগ সম্মেলন। খাশোগি মৃত্যুর গ্রহণযোগ্য প্রমাণ না দেখাতে পারলে, মধ্যপ্রাচ্যের নেতৃত্বেও আঘাত আসতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
কাদির হাস ইউনির্ভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সারহাত গুভেন্স বলেন, সংস্কারে মাধ্যমে যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল যুবরাজ সালমানের, খাশোগির মৃত্যুতে তা ধুলোয় মিশে গেছে। খোদ বাদশাহ এ নিয়ে চিন্তিত। কারণ দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে সৌদি রাজপরিবারের যে গ্রহণযোগ্যতা রয়েছে, তা এখন হুমকিতে।
খাশোগির মৃত্যু নিয়ে রিয়াদ যে স্বীকারোক্তি দিয়েছে, তা বিশ্বাসযোগ্য না বলে মনে করছেন অনেকেই। উদ্ভুত পরিস্থিতিতে আন্তর্জাতিক হস্তক্ষেপে, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা- অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।
মধ্যপ্রাচ্যে অ্যামেনেস্টি কর্মকর্তা সামাহ হামিদ বলেন, মৃত্যু নিয়ে সৌদি আরব যে তথ্য দিচ্ছে, তা স্পষ্ট নয়। এ ধোঁয়াশা কাটাতে জাতিসংঘের স্বাধীন ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। রিয়াদের দেয়া তথ্যে, খাশোগির মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন সম্ভব না।
এদিকে, সাংবাদিক খাশোগির মৃত্যুর নিয়ে, ধোঁয়াশা এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অন্যদিকে, খাশোগির মৃত্যুর সঠিক তথ্য প্রকাশে, সৌদি আরবকে তাগিদ দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নও।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুদ্ধরত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। তবে পুরো যুদ্ধ বন্ধ করতে রাজি হয়নি তারা। সমুদ্রে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কেবল। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। আমেরিকা...
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। আজ মঙ্গলবার এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে...
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মতপ্রকাশ ও মতের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে আর্টিকেল নাইনটিনসহ ৯টি আন্তর্জাতিক সংগঠন। সম্প্রতি এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সাংবাদিক, ভিন্নমত...
মির্জা ফখরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটার কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। বিএনপি বারবার বলেছে, নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য। না হলে দেশের সংকট...
চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই ঢাকার মূল লক্ষ্য। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ...
ঈদকে সামনে রেখে দেশের বাজারে আগত বিভিন্ন ব্র্যান্ডের সেরা কিছু স্মার্টফোনের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দিতেই তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি। বসুন্ধরা সিটির মোবাইল মার্কেট ঘুরে তৈরি দুই পর্বের...
খাশোগি প্রশ্নে কোনঠাসা সৌদি রাজপরিবার
অনেকটা নাটকীয়ভাবে গত বছর সৌদি সিংহাসনের উত্তরসূরি মনোনীত হন ৩২ বছরের মোহাম্মদ বিন সালমান। ব্যপক সংস্কারের পাশাপাশি নিজের একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেন তিনি।
সমালোচক জামাল খাশোগির মৃত্যুতে ব্যপক ভাবমূর্তি সংকটে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আন্তর্জাতিক বিশ্ব এরইমধ্যে বয়কট করেছে যুবরাজ সালমানের ডাকা বিনিয়োগ সম্মেলন। খাশোগি মৃত্যুর গ্রহণযোগ্য প্রমাণ না দেখাতে পারলে, মধ্যপ্রাচ্যের নেতৃত্বেও আঘাত আসতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
কাদির হাস ইউনির্ভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সারহাত গুভেন্স বলেন, সংস্কারে মাধ্যমে যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল যুবরাজ সালমানের, খাশোগির মৃত্যুতে তা ধুলোয় মিশে গেছে। খোদ বাদশাহ এ নিয়ে চিন্তিত। কারণ দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে সৌদি রাজপরিবারের যে গ্রহণযোগ্যতা রয়েছে, তা এখন হুমকিতে।
খাশোগির মৃত্যু নিয়ে রিয়াদ যে স্বীকারোক্তি দিয়েছে, তা বিশ্বাসযোগ্য না বলে মনে করছেন অনেকেই। উদ্ভুত পরিস্থিতিতে আন্তর্জাতিক হস্তক্ষেপে, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা- অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।
মধ্যপ্রাচ্যে অ্যামেনেস্টি কর্মকর্তা সামাহ হামিদ বলেন, মৃত্যু নিয়ে সৌদি আরব যে তথ্য দিচ্ছে, তা স্পষ্ট নয়। এ ধোঁয়াশা কাটাতে জাতিসংঘের স্বাধীন ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। রিয়াদের দেয়া তথ্যে, খাশোগির মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন সম্ভব না।
এদিকে, সাংবাদিক খাশোগির মৃত্যুর নিয়ে, ধোঁয়াশা এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অন্যদিকে, খাশোগির মৃত্যুর সঠিক তথ্য প্রকাশে, সৌদি আরবকে তাগিদ দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নও।
/এন-এইচ/