সেকশন

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
Independent Television
 

১৮ জনকে আটক করেছে সৌদি সরকার

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৩৪ পিএম
সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের এক সপ্তাহের মধ্যে তুরস্ক দাবি করে, ১৫ সদস্যের একটি সৌদি দল দূতাবাসে খাশোগিকে হত্যা করে। শুরুর দিকে এ অভিযোগ অস্বীকার করলেও পরে তা স্বীকার করে সৌদি আরব। তড়িঘড়ি করে ১৮ জনকে আটক করে সৌদি সরকার। বরখাস্ত করা হয় ৫ উচ্চপদস্থ কর্মকর্তাকে।

সাংবাদিক জামাল খাশোগি হত্যা যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্ত নয় এমন বক্তব্যে অনড় সৌদি সরকার। তবে এ পর্যন্ত যেসব উচ্চপদস্থ কর্মকর্তাকে খাশোগি হত্যার অভিযোগে বরখাস্ত করা হয়েছে, তারা যুবরাজের ঘনিষ্ট সহযোগী হিসেবে পরিচিত।

এর মধ্যে আছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ সহযোগী সৌদ আল-কাহতানি। কাহতানি স্কাইপে খাশোগিকে হত্যার নির্দেশনা দেন বলে দাবি করেছে রয়টার্স। যুবরাজের মুখপাত্র হিসেবে পরিচিত কাহতানি একবছর আগে এক টুইট বার্তায় লিখেছিলেন, আমি একজন কর্মচারী মাত্র, যে রাজা ও যুবরাজের আদেশ পালন করে।

আরেক সন্দেহভাজন জেনারেল মাহের মুত্রেবও যুবরাজের অত্যন্ত ঘনিষ্ঠ। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে দেখা যায় যুবরাজের পার্শ্বচর হিসেবে। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, মুত্রেব এ কিলিং স্কোয়াডের নেতৃত্ব দেন।

বরখাস্তের আগে সালাহ তুবাইগি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ অপরাধ তদন্ত বিভাগে ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। ৪৭ বছর বয়সী তুবাইগি খাশোগির দেহ টুকরো টুকরো করেন বলে ধারণা করা হচ্ছে। খুনের আলামতও নিশ্চিহ্ন করেছেন তুবাইগি।

এছাড়া রয়েছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমেদ আল-আসিরি। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ছিলেন যুবরাজের অত্যন্ত ঘনিষ্ট এই সেনাকর্মকর্তা।

বরখাস্তদের তালিকায় লেফটেনেন্ট মেশাল সাদ আলবোস্তানি ২০০৬ সাল থেকে কর্মরত ছিলেন সৌদি বিমানবাহিনীতে। আরো আছেন, ৫৭ বছর বয়সী মুস্তাফা-আল মাদানি। তিনি খুনের দিন খাশোগির পোশাক পরে দূতাবাসের পেছন দরজা দিয়ে বেরিয়ে যান।

/এম-আই/
ফিলিস্তিনের গাজায় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের পর গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ভূখণ্ডটিতে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। তুর্কি বার্তা সংস্থা...
২০২৪ সালে বিশ্বের রেকর্ডসংখ্যক সাংবাদিক হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 
ইউক্রেন যুদ্ধ বন্ধে অবিলম্বে আলোচনা শুরু করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সৌদি আরবে এ-সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
আহমদ আল–শারার নেতৃত্ব সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানের মুখে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ৮ ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। স্বৈরশাসক আসাদের পরিবার প্রায় ২৫ বছর ধরে দেশটি শাসন...
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই পদচিহ্ন রেখে গেছেন হুমায়ুন ফরীদি। মঞ্চ দিয়ে তাঁর অভিনয়জীবনের হাতেখড়ি। তবে টিভি নাটক ও চলচ্চিত্রে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। জনপ্রিয়তাও পেয়েছিলেন...
ট্রাম্প ছাড়াও ইলন মাস্ক ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। এতে উঠে আসবে পারষ্পারিক বাণিজ্য ও অভ্যন্তরীণ সম্পর্কের নানা দিক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.