প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ০৩:০৪ পিএমআপডেট : ০১ নভেম্বর ২০১৮, ০৩:০৭ পিএম
ইএনএইচসিআর
রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য এখনও প্রস্তুত নয় মিয়ানমার, এমনটা মনে করছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন এখনও মিয়ানমার থেকে রোহিঙ্গারা পালিয়ে আসছে।
এদিকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তিরও সমালোচনা করেছে জাতিসংঘ। ইউএনএইচসিআরের দাবি, এই চুক্তির আগে তাদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। মঙ্গলবার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর, পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান নভেম্বরের মাঝামাঝি রোহিঙ্গাদের একাংশ মিয়ানমারে ফিরবে।
তবে প্রাথমিকভাবে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে আট হাজার ৩২ জনের যে তালিকা মিয়ানমারকে পাঠানো হয়েছিল, যাচাই বাছাইয়ের পর প্রথম ধাপে তাদেরই ফেরত পাঠানো হবে। এর মধ্যে প্রথম ব্যাচে যেতে পারেন ৪৮৫ পরিবারের ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা।
নতুন করে ইউক্রেনে অস্ত্র পাঠানো ও রাশিয়ার ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন হুমকিতে খুব একটা চিন্তিত নয় রাশিয়া।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক সংঘাতে অন্তত ৯০ জন নিহত হয়েছে। উত্তেজনা প্রশমনে কর্তৃপক্ষ সেখানে সরকারি বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের...
৫০ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে ন্যাটো প্রধান মার্ক রুটের সাথে বৈঠকে এ...
কিছু ই-কমার্স এবং ক্রাউডফান্ডিং ভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা বেড়েছে। তাই এসব প্রতিষ্ঠানে অর্থ ও তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে জনগণকে সতর্ক থাকার আহ্বান...
মিয়ানমার এখনও নিরাপদ নয়: ইউএনএইচসিআর
এদিকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তিরও সমালোচনা করেছে জাতিসংঘ। ইউএনএইচসিআরের দাবি, এই চুক্তির আগে তাদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। মঙ্গলবার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর, পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান নভেম্বরের মাঝামাঝি রোহিঙ্গাদের একাংশ মিয়ানমারে ফিরবে।
তবে প্রাথমিকভাবে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে আট হাজার ৩২ জনের যে তালিকা মিয়ানমারকে পাঠানো হয়েছিল, যাচাই বাছাইয়ের পর প্রথম ধাপে তাদেরই ফেরত পাঠানো হবে। এর মধ্যে প্রথম ব্যাচে যেতে পারেন ৪৮৫ পরিবারের ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা।
/এন-এইচ/