প্রকাশ : ০২ নভেম্বর ২০১৮, ১২:১৭ পিএমআপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১২:২৩ পিএম
ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা
লায়ন এয়ারলাইন্সের বিধ্বস্ত হওয়া বিমানের একাংশ ও চাকার খোঁজ পাওয়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে উড়োজাহাজটির এসব জিনিসের সন্ধান পাওয়ার তথ্য জানায় জাকার্তা।
শুক্রবার জাহাজে স্থাপিত ক্রেনের মাধ্যমে বিমানের অংশটি সমুদ্র তলদেশ থেকে উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে। এর আগে সাগর তলের মাটি খুঁড়ে ব্ল্যাক বক্স উদ্ধারের কথা জানায় সংস্থাটি। ব্ল্যাক বক্সটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে বলে জানান উদ্ধারকারীরা। তারা জানান, ঘটনাস্থলে অনুসন্ধান অব্যাহত রাখবেন নৌবাহিনী, পুলিশ ও উদ্ধারকর্মীরা।
গত সোমবার ১৮৯ জন আরোহী নিয়ে জাকার্তা বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয় জিটি সিক্স ওয়ান জিরো ফ্লাইটটি। দুর্ঘটনায় বিমানটির সব আরোহীর মৃত্যু হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমটির কাছে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে স্থানীয় সময় শুক্রবার একটি...
পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা শুরু করতে ইরানকে তাগাদা দিয়েছে ইউরোপের তিন দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি (ই থ্রি)। তারা গ্রীষ্মের শেষ নাগাদ সমঝোতার দৃশ্যমান অগ্রগতি না হলে জাতিসংঘের...
বিদেশে নিযুক্ত আমেরিকার কূটনীতিকদের অন্য দেশের নির্বাচন নিয়ে মতামত দিতে নিষেধ করেছে আমেরিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ নির্দেশনা দিয়েছেন বলে বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। অন্তত ১৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট অসময়ের বন্যা অব্যাহত...
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল আফগানিস্তান। ওই সময় খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের...
শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ শনিবার সকাল শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা। পরিবেশন হচ্ছে হামদ ও নাত। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়।
অ্যাক্রোফোবিয়া হলো উচ্চতা বা উঁচু জায়গার প্রতি তীব্র এবং অযৌক্তিক ভয়। এটি শুধু পাহাড়, উঁচু ভবন বা ছাদে ওঠার সময় নয়, এমনকি কখনও কখনও সিঁড়ি বেয়ে ওঠার সময়ও ঘটতে পারে। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি...
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ফেরি চলাচল ১৪ ঘণ্টা বন্ধ ছিল। এতে ফেরি পারাপারের অপেক্ষায় নরসিংহপুর ঘাট এলাকায় অন্তত দেড় শতাধিক যানবাহন...
খোঁজ মিলেছে বিধ্বস্ত উড়োজাহাজের একাংশ
শুক্রবার জাহাজে স্থাপিত ক্রেনের মাধ্যমে বিমানের অংশটি সমুদ্র তলদেশ থেকে উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে। এর আগে সাগর তলের মাটি খুঁড়ে ব্ল্যাক বক্স উদ্ধারের কথা জানায় সংস্থাটি। ব্ল্যাক বক্সটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে বলে জানান উদ্ধারকারীরা। তারা জানান, ঘটনাস্থলে অনুসন্ধান অব্যাহত রাখবেন নৌবাহিনী, পুলিশ ও উদ্ধারকর্মীরা।
গত সোমবার ১৮৯ জন আরোহী নিয়ে জাকার্তা বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয় জিটি সিক্স ওয়ান জিরো ফ্লাইটটি। দুর্ঘটনায় বিমানটির সব আরোহীর মৃত্যু হয়েছে।
/এন-এইচ/