প্রকাশ : ০৩ জুন ২০১৯, ০৭:৪০ এএমআপডেট : ০৩ জুন ২০১৯, ০৮:৩৪ এএম
লাখো সিরীয় শরনার্থী
সিরিয়ার আট বছরের গৃহযুদ্ধে বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ বাস করছে, নানা দেশের শরনার্থী শিবিরে। সহিংসতা থেকে প্রাণে বাঁচলেও নিজ দেশ থেকে দূরে থাকার কষ্ট, প্রতিদিনই তাড়িয়ে বেড়ায় তাদের। আগামি বছর নিজ দেশে ঈদ করতে চান বাস্তুচ্যুত এসব সিরিয়।
৩৯ ডিগ্রি তাপমাত্রায় ইফতারের আয়োজনে ব্যস্ত ২১ বছরের সিরীয় তরুণী দানিয়া। আট বছর আগে ১৩ বছর বয়সে মা,ভাইআর বোনকে সাথে নিয়ে জাতারি শিবিরে আসে সে। নিজ দেশে ফেলা আসা সুখকর স্মৃতিগুলো মনে করে অবসর সময় পার করে দানিয়া।
এক বাসিন্দা বলেন, সিরিয়ায় সব কিছুই খুব সুন্দর ছিল।কারণ ওখানে পরিবারের সবাই একসাথে থাকতাম। অনেক ভাল সময় কাটাতাম। কিন্তু এই যুদ্ধ সব শেষ করে দিয়েছে।
জাতিসংঘের হিসেবে ২০১৮ সালের অক্টোবরে দেশে ফিরেছে ১৮ হাজার সিরীয়। খুব শিগগিরি নিজ দেশে ফেরার অপেক্ষায় উম্মে ইব্রাহিমের মত হাজারো সিরীয়।
অন্য এক বাসিন্দা বলেন, আমি প্রতিদিনই সিরিয়ায় ফিরে যাওয়ার আশায় থাকি। রোজা রেখে যখন প্রার্থনায় বসি, তখন আল্লাহর কাছে একটা জিনিসই চাই, আমরা সবাই যেন সিরিয়ায় ফিরতে পারি।
সিরিয়া সীমান্ত থেকে ১৩ কিলোমিটার দূরে ২০১২ সালে খোলা হয় এই জাতারি শিবির।সাত বছরে এই শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় আশি হাজার সিরীয়।যাদের ২০ শতাংশের বয়স ৫ বছরের নিচে। অর্থাৎ এসব শিশুদের নিজ ভূখণ্ড দেখার সৌভাগ্য হয় নি।
সিরীয় শরনার্থী আশ্রয় দেয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে জর্ডান। তিনটি শিবিরে আশ্রয় নেয়া শরনার্থীর সংখ্যা প্রায় সাত লাখ।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ইতালির প্রধানমন্ত্রীর...
ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম ইয়েমেনের ওই বন্দরে এ হামলায় আহতের সংখ্যা শতাধিক।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ হামলার সময় বন্দুকধারীসহ ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
আমেরিকায় মাঝ আকাশে ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগুন ধরে গেছে। এরপর দ্রুত ইমার্জেন্সি ল্যান্ডিং করা হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইঞ্জিনে খরগোশ এসে পড়ায় সেখান...
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং...
বাছাইপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ জেতা বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে। এতে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন জ্যোতিরা। বাংলাদেশ নিজেদের শেষ...
জানা গেছে, গত ১ এপ্রিল রাত পৌনে ২টার দিকে পূর্বশত্রুতার জেরে জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
দেশে ফেরার অপেক্ষায় লাখো সিরীয় শরনার্থী
৩৯ ডিগ্রি তাপমাত্রায় ইফতারের আয়োজনে ব্যস্ত ২১ বছরের সিরীয় তরুণী দানিয়া। আট বছর আগে ১৩ বছর বয়সে মা,ভাইআর বোনকে সাথে নিয়ে জাতারি শিবিরে আসে সে। নিজ দেশে ফেলা আসা সুখকর স্মৃতিগুলো মনে করে অবসর সময় পার করে দানিয়া।
এক বাসিন্দা বলেন, সিরিয়ায় সব কিছুই খুব সুন্দর ছিল।কারণ ওখানে পরিবারের সবাই একসাথে থাকতাম। অনেক ভাল সময় কাটাতাম। কিন্তু এই যুদ্ধ সব শেষ করে দিয়েছে।
জাতিসংঘের হিসেবে ২০১৮ সালের অক্টোবরে দেশে ফিরেছে ১৮ হাজার সিরীয়। খুব শিগগিরি নিজ দেশে ফেরার অপেক্ষায় উম্মে ইব্রাহিমের মত হাজারো সিরীয়।
অন্য এক বাসিন্দা বলেন, আমি প্রতিদিনই সিরিয়ায় ফিরে যাওয়ার আশায় থাকি। রোজা রেখে যখন প্রার্থনায় বসি, তখন আল্লাহর কাছে একটা জিনিসই চাই, আমরা সবাই যেন সিরিয়ায় ফিরতে পারি।
সিরিয়া সীমান্ত থেকে ১৩ কিলোমিটার দূরে ২০১২ সালে খোলা হয় এই জাতারি শিবির।সাত বছরে এই শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় আশি হাজার সিরীয়।যাদের ২০ শতাংশের বয়স ৫ বছরের নিচে। অর্থাৎ এসব শিশুদের নিজ ভূখণ্ড দেখার সৌভাগ্য হয় নি।
সিরীয় শরনার্থী আশ্রয় দেয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে জর্ডান। তিনটি শিবিরে আশ্রয় নেয়া শরনার্থীর সংখ্যা প্রায় সাত লাখ।
/এম-আই/