প্রকাশ : ০৪ জুন ২০১৯, ০১:৩৮ পিএমআপডেট : ০৪ জুন ২০১৯, ০৪:৪৮ পিএম
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে ট্রাম্প
দ্বিপাক্ষিক মিত্রতার ফলে দশকের পর দশক ধরে শান্তি ও সমৃদ্ধিতে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে এমন মন্তব্য করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। যুক্তরাজ্যের সাথে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের আশা প্রকাশ করেছেন ট্রাম্পও।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডন সফরের প্রথম দিনই রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার রানীর আমন্ত্রণে রাষ্ট্রীয় ভোজে অংশ নেন তারা। বাকিংহাম প্যালেসে এই মধ্যাহ্নভোজে দু'দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের আশাবাদ ব্যক্ত করেন রাণী এলিজাবেথ এবং প্রেসিডেন্ট ট্রাম্প।
রানী দ্বিতীয় এলিজাবেথ বলেন, দ্বিপাক্ষিক মিত্রতার ফলে দশকের পর দশক ধরে শান্তি ও সমৃদ্ধিতে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মানুষ।যুক্তরাজ্য বিশ্বাস করে, অতীতের মত সামনের দিন গুলোতেও দুই দেশের সম্পৃতি আর মূল্যবোধ অক্ষুন্ন থাকবে।
ডনাল্ড ট্রাম্প বলেন, সাত দশক ধরে গুরুত্বপূর্ণ বন্ধুত্বের সাক্ষী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুই দেশের সেনাবাহিনী দক্ষতা আর সাহসিকতা দিয়ে বছরের পর বছর নাৎসী বাহিনীর মত প্রতিপক্ষকে পরাস্ত করে আসছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এই আশা করি।
সফরে বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে নিয়ে ট্রাম্পের আলোচনার কথা রয়েছে।
এদিকে, সফরের আগেই লন্ডনের মেয়র সাদিক খানের সঙ্গে বাকযুদ্ধে জড়ান মার্কিন প্রেসিডেন্ট। নারী ও ইসলাম সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল ধারণার তীব্র সমালোচনা করে তাকে ''বিংশ শতাব্দীর ফ্যাসিস্টদের'' সাথে তুলনা করেন সাদিক খান। জবাবে সাদিক খানকে স্টোন-কোল্ড লুজার বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফরের বিরোধীতা করে আজ বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি চলছে। এই আয়োজনে বক্তব্য রাখবেন লেবার পার্টির প্রধান জেরেমি করবিন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ইতালির প্রধানমন্ত্রীর...
ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম ইয়েমেনের ওই বন্দরে এ হামলায় আহতের সংখ্যা শতাধিক।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ হামলার সময় বন্দুকধারীসহ ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
আমেরিকায় মাঝ আকাশে ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগুন ধরে গেছে। এরপর দ্রুত ইমার্জেন্সি ল্যান্ডিং করা হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইঞ্জিনে খরগোশ এসে পড়ায় সেখান...
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং...
বাছাইপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ জেতা বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে। এতে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন জ্যোতিরা। বাংলাদেশ নিজেদের শেষ...
জানা গেছে, গত ১ এপ্রিল রাত পৌনে ২টার দিকে পূর্বশত্রুতার জেরে জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।...
ব্রিটেনে ট্রাম্প বিরোধী বিক্ষোভের ডাক
তিন দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডন সফরের প্রথম দিনই রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার রানীর আমন্ত্রণে রাষ্ট্রীয় ভোজে অংশ নেন তারা। বাকিংহাম প্যালেসে এই মধ্যাহ্নভোজে দু'দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের আশাবাদ ব্যক্ত করেন রাণী এলিজাবেথ এবং প্রেসিডেন্ট ট্রাম্প।
রানী দ্বিতীয় এলিজাবেথ বলেন, দ্বিপাক্ষিক মিত্রতার ফলে দশকের পর দশক ধরে শান্তি ও সমৃদ্ধিতে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মানুষ।যুক্তরাজ্য বিশ্বাস করে, অতীতের মত সামনের দিন গুলোতেও দুই দেশের সম্পৃতি আর মূল্যবোধ অক্ষুন্ন থাকবে।
ডনাল্ড ট্রাম্প বলেন, সাত দশক ধরে গুরুত্বপূর্ণ বন্ধুত্বের সাক্ষী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুই দেশের সেনাবাহিনী দক্ষতা আর সাহসিকতা দিয়ে বছরের পর বছর নাৎসী বাহিনীর মত প্রতিপক্ষকে পরাস্ত করে আসছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এই আশা করি।
সফরে বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে নিয়ে ট্রাম্পের আলোচনার কথা রয়েছে।
এদিকে, সফরের আগেই লন্ডনের মেয়র সাদিক খানের সঙ্গে বাকযুদ্ধে জড়ান মার্কিন প্রেসিডেন্ট। নারী ও ইসলাম সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল ধারণার তীব্র সমালোচনা করে তাকে ''বিংশ শতাব্দীর ফ্যাসিস্টদের'' সাথে তুলনা করেন সাদিক খান। জবাবে সাদিক খানকে স্টোন-কোল্ড লুজার বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফরের বিরোধীতা করে আজ বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি চলছে। এই আয়োজনে বক্তব্য রাখবেন লেবার পার্টির প্রধান জেরেমি করবিন।
/এইচ.এ/