জঙ্গিমুক্তির দুই বছরেও শুরু হয়নি মারাউই শহরের পুনর্নির্মাণ
প্রকাশ : ১০ জুন ২০১৯, ০৪:৩০ পিএমআপডেট : ১০ জুন ২০১৯, ০৪:৪৮ পিএম
ফিলিপাইনের মারাউই শহর
জঙ্গিমুক্তির প্রায় দুই বছর পর ফিলিপাইনের মারাউই শহর এখনও যেন ধংসস্তুপ। দ্রুত পুনর্নির্মাণের আশ্বাস দেয়া হলেও কোন উন্নয়ন হয়নি। ২০২১ সালের আগে কাজ শুরু হবে না বলেও আশঙ্কা শহর কর্তৃপক্ষের। এদিকে, নিত্যপণ্যের অভাবে শরণার্থী শিবিরে মানবেতর দিন কাটাচ্ছেন বাস্তুচ্যুত এক লাখ মানুষ।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসের প্রধান মনে করা হতো ফিলিপাইনের শীর্ষ জঙ্গি ইসনিলন হাপিলনকে। তাকে ধরতেই ২০১৭ সালের ২৩ মে মারাউই শহরে অভিযান শুরু করে সেনাবাহিনী। জারি করা হয় সামরিক আইন।
পাঁচ মাসের যুদ্ধে ধংসস্তুপে পরিণত হয় মারাউই শহর। প্রাণ গেছে ১ হাজারেরও বেশি মানুষের। যুদ্ধ শেষ হতেই দ্রুত শহর সংস্কারের ঘোষণা দেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। কিন্তু এখনও শুরু হয়নি সংস্কার কাজ। সরকারের বিরুদ্ধে অনিহার অভিযোগ বাস্তুচ্যুতদের। ত্রাণ পাওয়া নিয়েও রয়েছে অসন্তোষ।
পর্যাপ্ত খাবার সরবরাহ করা হচ্ছে কিন্তু খাবার পানির সংকট রয়েছে। কারণ ত্রাণে পানি দেয়া হচ্ছে না।
মারাউই সংস্কারে উদ্যোগ না নেয়ায় উদ্বেগ জানিয়েছে রেডক্রসও। এনিয়ে প্রেসিডেন্ট দুতের্তের সঙ্গেও বৈঠক করেছেন আইসিআরসির প্রেসিডেন্ট পিটার মাওরে। এদিকে, সরকারের গাফিলতির সুযোগে মারাউইতে আবারো জঙ্গিবাদ উস্কে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এরই মধ্যে এই শহরে মাদক চোরাচালান বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, পাকিস্তানে প্রতিবেশী ভারতের সামরিক অভিযান আসন্ন। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর মারাত্মক হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের...
স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বড় এলাকাজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ইউক্রেনে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সোমবার তিনি এই ঘোষণা দেন। তবে এখন থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না। এটি কার্যকর থাকবে আগামী মাসের তিনদিন।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তানে উত্তেজনা কমছেই না। সীমান্তে সংঘাতের পাশাপাশি বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন স্থানে। এবার দেশটির ওয়াজিরিস্তানে শান্তি আলোচনা চলার সময় একটি...
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।
পরকীয়ার অভিযোগে ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও ইমাম ওমর ফারুককে (৩৫) পিটিয়েছে পরকীয়া প্রেমিকার স্বামী শহিদুল ইসলাম। মারধরের পর তিনি দাবি করেছেন, ‘আমার সাথে ওই নারীর কোন শারীরিক সম্পর্ক নেই।...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. শাকিল (২৮) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় কোপানো হয়েছে তার ছোট ভাইকে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের...
জঙ্গিমুক্তির দুই বছরেও শুরু হয়নি মারাউই শহরের পুনর্নির্মাণ
দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসের প্রধান মনে করা হতো ফিলিপাইনের শীর্ষ জঙ্গি ইসনিলন হাপিলনকে। তাকে ধরতেই ২০১৭ সালের ২৩ মে মারাউই শহরে অভিযান শুরু করে সেনাবাহিনী। জারি করা হয় সামরিক আইন।
পাঁচ মাসের যুদ্ধে ধংসস্তুপে পরিণত হয় মারাউই শহর। প্রাণ গেছে ১ হাজারেরও বেশি মানুষের। যুদ্ধ শেষ হতেই দ্রুত শহর সংস্কারের ঘোষণা দেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। কিন্তু এখনও শুরু হয়নি সংস্কার কাজ। সরকারের বিরুদ্ধে অনিহার অভিযোগ বাস্তুচ্যুতদের। ত্রাণ পাওয়া নিয়েও রয়েছে অসন্তোষ।
পর্যাপ্ত খাবার সরবরাহ করা হচ্ছে কিন্তু খাবার পানির সংকট রয়েছে। কারণ ত্রাণে পানি দেয়া হচ্ছে না।
মারাউই সংস্কারে উদ্যোগ না নেয়ায় উদ্বেগ জানিয়েছে রেডক্রসও। এনিয়ে প্রেসিডেন্ট দুতের্তের সঙ্গেও বৈঠক করেছেন আইসিআরসির প্রেসিডেন্ট পিটার মাওরে।
এদিকে, সরকারের গাফিলতির সুযোগে মারাউইতে আবারো জঙ্গিবাদ উস্কে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এরই মধ্যে এই শহরে মাদক চোরাচালান বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
//এসআইএস//