প্রকাশ : ৩১ আগস্ট ২০২০, ০৬:৩২ পিএমআপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৯ এএম
প্রণব মুখার্জি
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রণব মুখার্জির মৃত্যুর তথ্য নিশ্চিত করে তার ছেলে অভিজিৎ মুখার্জি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রণব মুখার্জির মৃত্যুতে অভিভাবক শুন্য হয়ে পরেছেন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
এর আগে ফুসফুসে সংক্রমণের কারণে প্রণব মুখার্জি সেপটিক শকে আছেন বলে জানায় দিল্লির হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন সকালে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর গভীর কোমায় চলে যান ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। এর মধ্যে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়ে।
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। সে বছর জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চাননি তিনি। বরং রাজনীতি থেকে অবসর নেন। ৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়।
১৯৯৭ সালে তিনি সেরা সাংসদ পুরস্কার পেয়েছিলেন। ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি।
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেয় ইসরায়েল। কিছু সময় পরে সেটি আবার মুছেও ফেলে। তবে এ ব্যাপারে ইসরায়েল সরকারের পক্ষ থেকে...
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন...
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। ভারতীয়...
কেবল লিখিত পরীক্ষা পেছানো নয়, পুরো পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার চেয়ে ৮ দফা দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ‘লং ওয়াক টু...
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা শেষ হলেও এই ঘটনার রেশ এখনো কমছে না। আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় এবং পরে প্রকাশ্যে আম্পায়ারিং নিয়ে সমালোচনা করার কারণে মোহামেডান অধিনায়ক হৃদয়কে...
চলে গেলেন প্রণব মুখার্জি
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রণব মুখার্জির মৃত্যুর তথ্য নিশ্চিত করে তার ছেলে অভিজিৎ মুখার্জি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রণব মুখার্জির মৃত্যুতে অভিভাবক শুন্য হয়ে পরেছেন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
এর আগে ফুসফুসে সংক্রমণের কারণে প্রণব মুখার্জি সেপটিক শকে আছেন বলে জানায় দিল্লির হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন সকালে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর গভীর কোমায় চলে যান ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। এর মধ্যে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়ে।
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। সে বছর জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চাননি তিনি। বরং রাজনীতি থেকে অবসর নেন। ৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়।
১৯৯৭ সালে তিনি সেরা সাংসদ পুরস্কার পেয়েছিলেন। ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি।
/এম-আই/