প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ০৩:১৫ পিএমআপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৭:১৪ পিএম
ফাইল ছবি
টানা ভারী বৃষ্টি ও বন্যায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং এর আশপাশের এলাকায় ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ৬ জন। দেশটিতে ৮০ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে বলে। মঙ্গলবার সিউলের ডংজাক জেলায় প্রতি ঘণ্টায় ১৪১ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যা ১৯৪২ সালের পর সর্বোচ্চ।
তুমুল এ বৃষ্টিপাত আরো কয়েকদিন থাকতে পারে বলে দেশটির আবহাওয়াবিদরা আভাস দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়ল সরকারি কর্মকর্তাদেরকে বেশি
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নির্দেশ
দিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে বন্যার পানিকে প্রবল বেগে মেট্রো স্টেশনের সিঁড়ি বেয়ে নামতে দেখা গেছে। পার্ক করা গাড়ির জানালা পর্যন্ত বন্যার পানি পৌঁছাতে এবং বিভিন্ন সড়কে হাঁটু সমান পানির মধ্যে লোকজনকে হাঁটতে দেখা গেছে ছবিগুলোতে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় নিহতদের মধ্যে বয়স ৪০ এর ঘরে থাকা দুই বোন এবং ১৩ বছর বয়সী এক মেয়ে সেমি-বেইজমেন্ট অ্যাপার্টমেন্টের বাসিন্দা বলে জানানো হয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে কোমর সমান পানি উঠে যাওয়া রাস্তার পাশের অ্যাপার্টমেন্টগুলোতে তারা ঢুকতে পারেননি।
বন্যা, বৃষ্টিতে এখন পর্যন্ত যে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তাদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট ও ভূমিধসে দুইজন মারা গেছেন বলে জানানো হয়েছে। আরেকজনের মৃতদেহ মিলেছে বাস স্টপেজের ধ্বংসস্তূপের নিচ থেকে। অন্তত ১৪ জন আহত এবং ৬ জন নিখোঁজ বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
গৃহহীন হয়ে পড়া ১৬৩ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় আশ্রয়ও দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রবল বর্ষণ সিউলের গণপরিবহন ব্যবস্থাতেও প্রভাব পড়েছে, অনেক রেললাইন ডুবে যাওয়ায় কর্তৃপক্ষ সিউল ও ইনচেওনের রেল সেবা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতেও বাধ্য হয়েছে।
এ ছাড়া সিউলের পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ইনচিওন এবং জিওংগি প্রদেশে প্রতি ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। তলিয়ে গেছে সিউলের রাস্তাঘাট এবং সাবওয়ে। ব্যহত হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির কারণে বাসা থেকে কাজ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বোমাগুলোর অস্তিত্ব সম্পর্কে প্রথম তথ্য পায় উলার প্যারিশ কাউন্সিল। এরপর ফেব্রুয়ারির শুরুতে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়। মাটির নিচে এখনো অনেক...
মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মহাপরিদর্শক পল মার্টিনকে বরখাস্ত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের সংস্থাটি ভেঙে দেওয়ার প্রচেষ্টার সমালোচনা করে তাঁর অফিস একটি প্রতিবেদন প্রকাশ করার...
আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে ভারত। চুক্তি অনুযায়ী, খুব শিগগিরই প্রথমবারের মতো ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম (ম্যানপ্যাডস) পেতে যাচ্ছে ভারতীয়...
ইউক্রেন কোনো একদিন রাশিয়ার হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের বিভিন্ন চক্রান্ত প্রতিরোধের দাবিতে বিএনপির ডাকা কর্মসূচি শুরু হচ্ছে আজ। আজ...
ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে টিভি পর্দার প্রিয়মুখ এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ দম্পতি তৈরি করেছেন একটি বিশেষ রান্নাঘর, যার নাম ‘ভালোবাসার কিচেন’। এই রান্নাঘরে রান্না হবে মজার মজার রেসিপি, হবে...
৮০ বছরে রেকর্ড বৃষ্টি দক্ষিণ কোরিয়ায়, নিহত ৮
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে বলে। মঙ্গলবার সিউলের ডংজাক জেলায় প্রতি ঘণ্টায় ১৪১ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যা ১৯৪২ সালের পর সর্বোচ্চ।
তুমুল এ বৃষ্টিপাত আরো কয়েকদিন থাকতে পারে বলে দেশটির আবহাওয়াবিদরা আভাস দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়ল সরকারি কর্মকর্তাদেরকে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে বন্যার পানিকে প্রবল বেগে মেট্রো স্টেশনের সিঁড়ি বেয়ে নামতে দেখা গেছে। পার্ক করা গাড়ির জানালা পর্যন্ত বন্যার পানি পৌঁছাতে এবং বিভিন্ন সড়কে হাঁটু সমান পানির মধ্যে লোকজনকে হাঁটতে দেখা গেছে ছবিগুলোতে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় নিহতদের মধ্যে বয়স ৪০ এর ঘরে থাকা দুই বোন এবং ১৩ বছর বয়সী এক মেয়ে সেমি-বেইজমেন্ট অ্যাপার্টমেন্টের বাসিন্দা বলে জানানো হয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে কোমর সমান পানি উঠে যাওয়া রাস্তার পাশের অ্যাপার্টমেন্টগুলোতে তারা ঢুকতে পারেননি।
বন্যা, বৃষ্টিতে এখন পর্যন্ত যে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তাদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট ও ভূমিধসে দুইজন মারা গেছেন বলে জানানো হয়েছে। আরেকজনের মৃতদেহ মিলেছে বাস স্টপেজের ধ্বংসস্তূপের নিচ থেকে। অন্তত ১৪ জন আহত এবং ৬ জন নিখোঁজ বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
গৃহহীন হয়ে পড়া ১৬৩ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় আশ্রয়ও দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রবল বর্ষণ সিউলের গণপরিবহন ব্যবস্থাতেও প্রভাব পড়েছে, অনেক রেললাইন ডুবে যাওয়ায় কর্তৃপক্ষ সিউল ও ইনচেওনের রেল সেবা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতেও বাধ্য হয়েছে।
এ ছাড়া সিউলের পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ইনচিওন এবং জিওংগি প্রদেশে প্রতি ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। তলিয়ে গেছে সিউলের রাস্তাঘাট এবং সাবওয়ে। ব্যহত হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির কারণে বাসা থেকে কাজ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
/আর.এম/