প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ১০:১৪ এএমআপডেট : ১৩ আগস্ট ২০২২, ১০:৪৫ এএম
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের চাতুকা শহরে একটি অনুষ্ঠানে হামলায় গুরুতর আহত হয়েছেন ঔপন্যাসিক সালমান রুশদি। তার ঘাড়ে এবং পেটে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের ভেন্টিলেটরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার একটি চোখ হারানোর শঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানমঞ্চে কথা বলছিলেন তিনি। এ সময় তার ঘাড়ে এক হামলাকারী ছুরিকাঘাত করেন। তাৎক্ষণিকভাবে হামলাকারী হাদি মাতারকে আটক করে উপস্থিত মানুষ ও আয়োজকরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রুশদিকে হেলিকপ্টারে করে নেয়া হয় পেনসিলভানিয়ার একটি হাসপাতালে।
পুলিশ বলছে, হামলাকারী মঞ্চে উঠে রুশদি ও তার সাক্ষাৎকার গ্রহণকারীর ওপর হামলা চালান। রুশদির ঘাড়ে ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে। পরে হামলাকারীকে ধরে নিজেদের হেফাজতে নেয় তারা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, 'হামলাকারীর মুখে কালো মাস্ক ছিল। তিনি দর্শকদের মধ্য থেকে বেরিয়ে মঞ্চে উঠে পড়েন ও রুশদির ওপর হামলা চালান।'
আরেকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, 'হামলার পরপর দেখে মনে হচ্ছিলো যে মিস্টার রুশদী বেঁচে আছেন। লোকজন চিৎকার করে বলছিল, এখনো তার পালস পাওয়া যাচ্ছে, পালস পাওয়া যাচ্ছে।'
অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, এসময় কিছু দর্শক দ্রুত মঞ্চের দিকে ছুটে যাচ্ছেন। সেখানে উপস্থিত লোকজন হামলাকারীকে থামাচ্ছেন।
মিডনাইটস চিলড্রেন বইয়ের জন্য বিশ্বখ্যাতি পান ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করা এই লেখক। ১৯৮৮ সালে তার লেখা উপন্যাস স্যাটানিক ভার্সেস প্রকাশের পর মৃত্যু হুমকিতে ৯ বছর আত্মগোপনে ছিলেন বুকার জয়ী এই লেখক। এই বইয়ের কারণে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁর নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেনি। তবে ইরান সরকার পরবর্তীতে এই ঘোষণা থেকে সরে আসে।
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেয় ইসরায়েল। কিছু সময় পরে সেটি আবার মুছেও ফেলে। তবে এ ব্যাপারে ইসরায়েল সরকারের পক্ষ থেকে...
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন...
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। ভারতীয়...
ইংরেজি সালের সঙ্গে আমাদের সম্পর্ক যতটা গভীর, বাংলা সনের সঙ্গে তেমনটা দেখা যায় না। কেন বলছি এ কথা? কারো কাছে যদি জানতে চাওয়া হয়, আজ বৈশাখের কত তারিখ? তখন আমরা চট করে তারিখের কথা বলতে পারি না। আমরা...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা...
বৃষ্টির কারণে প্রায় ঘণ্টাখানেক পর খেলা শুরু হতে দেখা চতুর্থ দিনে আজ বাংলাদেশ যেমন ব্যাটিং করল, তাতে মনে হচ্ছে, ‘অতিথিপরায়ন’ বাংলাদেশ অতিথি জিম্বাবুয়ের চাওয়াটাই পূরণ করেছে! এমনই ব্যাটিং করেছে যে,...
অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সরকারের ডানে-বামে থাকা আওয়ামী লীগের দোসররা ড. ইউনুসকে সঠিক পথে পরিচালিত হতে দেবে না, তাই এসব লোকদের থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি ...
ভেন্টিলেশনে সালমান রুশদি, হারাতে পারেন চোখ
শুক্রবার নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানমঞ্চে কথা বলছিলেন তিনি। এ সময় তার ঘাড়ে এক হামলাকারী ছুরিকাঘাত করেন। তাৎক্ষণিকভাবে হামলাকারী হাদি মাতারকে আটক করে উপস্থিত মানুষ ও আয়োজকরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রুশদিকে হেলিকপ্টারে করে নেয়া হয় পেনসিলভানিয়ার একটি হাসপাতালে।
পুলিশ বলছে, হামলাকারী মঞ্চে উঠে রুশদি ও তার সাক্ষাৎকার গ্রহণকারীর ওপর হামলা চালান। রুশদির ঘাড়ে ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে। পরে হামলাকারীকে ধরে নিজেদের হেফাজতে নেয় তারা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, 'হামলাকারীর মুখে কালো মাস্ক ছিল। তিনি দর্শকদের মধ্য থেকে বেরিয়ে মঞ্চে উঠে পড়েন ও রুশদির ওপর হামলা চালান।'
আরেকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, 'হামলার পরপর দেখে মনে হচ্ছিলো যে মিস্টার রুশদী বেঁচে আছেন। লোকজন চিৎকার করে বলছিল, এখনো তার পালস পাওয়া যাচ্ছে, পালস পাওয়া যাচ্ছে।'
অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, এসময় কিছু দর্শক দ্রুত মঞ্চের দিকে ছুটে যাচ্ছেন। সেখানে উপস্থিত লোকজন হামলাকারীকে থামাচ্ছেন।
মিডনাইটস চিলড্রেন বইয়ের জন্য বিশ্বখ্যাতি পান ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করা এই লেখক। ১৯৮৮ সালে তার লেখা উপন্যাস স্যাটানিক ভার্সেস প্রকাশের পর মৃত্যু হুমকিতে ৯ বছর আত্মগোপনে ছিলেন বুকার জয়ী এই লেখক। এই বইয়ের কারণে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁর নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেনি। তবে ইরান সরকার পরবর্তীতে এই ঘোষণা থেকে সরে আসে।
/আর.এম/