সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই: বিশ্বব্যাংক

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৬:২৬ পিএম
বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যসংকট দেখা দিলেও বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই বলে জানিয়েছে বিশ্বব্যাংক। চাল আমদানিতে শুল্ক ছাড়, সারে ভর্তুকি বাড়ানোসহ কৃষিখাতে সরকারের নানা পদক্ষেপ কারণে সংকট রোধ করা গেছে বলে মনে করছে সংস্থাটি। খাদ্যনিরাপত্তা বিষয়ক এক প্রতিবেদনে বাংলাদেশের প্রশংসা করে বিশ্বব্যাংক বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে থাকলেও, সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ।

করোনা লকডাউনের কারণে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। তবে সংক্রমণ কমে আসায় সংকট কমে আসতে শুরু করে। এর মধ্যেই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আবারো খাদ্য সরবরাহ ব্যাহত হয়। আন্তর্জাতিক বাজারে বেড়ে যায় সূর্যমুখীর তেল, গম ও ভুট্টাসহ বিভিন্ন পণ্যের দাম। অনেক দেশে দেখা দেয় রেকর্ড মূল্যস্ফীতি।

ইউক্রেন থেকে শস্য রপ্তানির শুরু হলেও সংকট কাটছে না। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের খাদ্য নিরাপত্তাবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১৫৩টি দেশে খাদ্য খাতে গড় মূল্যস্ফীতি ৮১ ভাগ। এমন পরিস্থিতিতেও বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই বলা হয়েছে প্রতিবেদনে। বিশ্বের ক্রমবর্ধ্মান মূল্যস্ফীতির মধ্যেও বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে বলছে বিশ্বব্যাংক। প্রতিবেদেন মতে, শ্রীলঙ্কায় খাদ্য মূল্যস্ফীতি ৮০ শতাংশ, পাকিস্তানে ২৬ শতাংশ হলেও বাংলাদেশে তা ৮ দশমিক ৩ ভাগ।

খাদ্য উৎপাদন বাড়াতে সরকারের নানা পদক্ষেপের কারণে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে- বলছে সংস্থাটি। প্রতিবেদনে বাংলাদেশের প্রশংসা করে বলা হয়, খাদ্য নিরাপত্তায় চাল আমদানিতে শুল্ক কমানো হয়েছে। পাশাপাশি কৃষি খাতে বেড়েছে বাজেট বরাদ্দ। এছাড়াও সারে ভর্তুকি বৃদ্ধিসহ রপ্তানিতে নগদ প্রণোদনা দিচ্ছে সরকার।

এদিকে, পাকিস্তানে সারের অভাব এবং খরার কারণে গম ও চালের উৎপাদন কম হয়েছে। ভুটান এবং শ্রীলঙ্কা অভ্যন্তরীণ খাদ্য সরবরাহে উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। শ্রীলঙ্কায় সারের ঘাটতির কারণে কৃষি উৎপাদন ৪০ থেকে ৫০ ভাগ কমেছে এবং খাদ্য আমদানিতে বৈদেশিক মুদ্রার সংকট রয়েছে। বিশ্বে খাদ্য সংকট মোকাবিলায় দেশগুলোকে বাণিজ্য ও রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ কৃষি খাতে প্রণোদনা বাড়ানোর পরামর্শ দিচ্ছে বিশ্বব্যাংক।

/ই.হ/
বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল পৃষ্ঠপোষক ভারত বলে অভিযোগ করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। গতকাল শুক্রবার এক সংবাদ...
ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে রাশিয়ার প্রতি কঠোর বার্তা দিয়েছে জি-৭ জোটভুক্ত দেশগুলো। গতকাল শুক্রবার এক খসড়া বিবৃতিতে এই জোট বলেছে, রাশিয়া যদি ইউক্রেনের মতো সমতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত না...
পাঞ্জাব প্রদেশের সকল সরকারি ও বেসরকারি কলেজে ভারতীয় নাচ–গান ও অন্যান্য অশালীন কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তানের পাঞ্জাবের উচ্চ শিক্ষা কমিশন। সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র...
কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে কানাডায় অবসান হলো জাস্টিন ট্রুডো যুগের। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন...
নারীর প্রতি শ্লীলতাহানি নানাভাবে হতে পারে। ইংরেজি ‘Modesty’ শব্দের বাংলা অনুবাদ করা হয়েছে ‘শ্লীলতা’। ইংরেজি ‘Modesty’ বেশ কিছু অর্থে ব্যবহৃত হলেও বাংলা ‘শ্লীলতা’ শব্দটি দিয়ে সাধারণভাবে বোঝানো হয়ে...
বুমরা সর্বশেষ চোট পেয়েছিলেন বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের পঞ্চম ও শেষ সিডনি টেস্টে। এরপর থেকেই মাঠের বাইরে ৩১ বছর বয়সী ডানহাতি পেসার। খেলতে পারেননি সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে। আসন্ন আইপিএলেও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.