প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ০৫:১৩ পিএমআপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের মানুষ বরণ করছে নতুন বছর। উৎসবমুখর পরিবেশের বদলে সবার মাঝে বিরাজ করেছে ভীতি। নববর্ষ উপলক্ষ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, নতুন বছরের একমাত্র লক্ষ্য বিজয়। এ সময় পুতিন রাশিয়াকে ধ্বংস করছে বলেও মন্তব্য করেন তিনি।
এক বছর আগেও উৎসবমুখর পরিবেশে ইংরেজি নতুন বছর উদযাপন করেছে ইউক্রেনবাসী। বর্ষবরণে জমকালো নানা আলোকসজ্জায় কোনো কমতি ছিল না। কিন্তু এবছর পাল্টে গেছে সেই চিত্র। ১১ মাস ধরে চলা যুদ্ধে পুরো দেশ পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। নতুন বছরের আতোশবাজির বদলে কিয়েভে বেজে ওঠে বিমান হামলার সাইরেন।
সামরিক উর্দিতে সজ্জিত লোকজন দ্বারা আবৃত হয়ে দেওয়া ভ্লাদিমির পুতিনের নববর্ষের ভাষণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, নতুন বছরে ইউক্রেনীয়দের একমাত্র লক্ষ্য শুধুই বিজয়।
তিনি আরও বলেন,'২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে বিজয়ের পথে যাত্রা শুরু করেছে ইউক্রেন। ১১ মাস ধরে আমরা অনেক কঠিন সময় পার করছি। কিন্তু এই সময়ে আমরা আরও বেশি সংগঠিত হয়েছি। ইউক্রেনীয়রা একেকজন যোদ্ধা। তাদের জন্য আমি গর্বিত। বিজয় আমাদের নিশ্চিত।'
রুশ হামলা থেকে বাঁচতে নিরাপদ বাঙ্কার কিংবা পাতাল রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন অসংখ্য ইউক্রেনীয়। এমনই এক মেট্রো স্টেশনে বর্ষবরণের আয়োজন করে খারকিভ কর্তৃপক্ষ। প্রার্থণা করেন সংঘাতমুক্ত ইউক্রেনের।
এদিকে, নতুন বছর উপলক্ষ্যে দেওয়া ভাষণে, ইউক্রেন সংকটের জন্য আবারো পশ্চিমাদের দায়ী করেন রুশ প্রেসিডেন্ট।
তিনি বলেন, '২০২২ সালে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। যারা এটি শুরু করেছিল তারা আমাদের শিল্প, অর্থ এবং পরিবহনের সম্পূর্ণ ধ্বংসের প্রত্যাশা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।'
পুতিন আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার মিথ্যা আশ্বাস দিয়ে বিশ্বজুড়ে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা।
আহমদ আল–শারার নেতৃত্ব সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানের মুখে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ৮ ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। স্বৈরশাসক আসাদের পরিবার প্রায় ২৫ বছর ধরে দেশটি শাসন...
গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের মার্কিন পরিকল্পনা মোকাবিলা করতে জরুরি বৈঠকে বসছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। মুসলিম প্রধান দেশগুলোর সংস্থাটির অন্যতম সদস্য দেশ মিশর বিষয়টি নিশ্চিত করেছে।
দাবি মানার আশ্বাসে সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বিকেলে সচিবালয়ে ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক শেষে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের...
২০২৪ সালে বিশ্বের রেকর্ডসংখ্যক সাংবাদিক হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে অ্যাম্বুলেন্স মিললেও চালক না থাকায় সেবা বঞ্চিত রোগীরা। প্রায় অর্ধকোটি টাকায় কেনা এক একটি অ্যাম্বুলেন্স পড়ে আছে বছরের পর বছর। চাঁদপুরের তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট...
নতুন বছরের একমাত্র লক্ষ্য বিজয়: জেলেনস্কি
এক বছর আগেও উৎসবমুখর পরিবেশে ইংরেজি নতুন বছর উদযাপন করেছে ইউক্রেনবাসী। বর্ষবরণে জমকালো নানা আলোকসজ্জায় কোনো কমতি ছিল না। কিন্তু এবছর পাল্টে গেছে সেই চিত্র। ১১ মাস ধরে চলা যুদ্ধে পুরো দেশ পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। নতুন বছরের আতোশবাজির বদলে কিয়েভে বেজে ওঠে বিমান হামলার সাইরেন।
সামরিক উর্দিতে সজ্জিত লোকজন দ্বারা আবৃত হয়ে দেওয়া ভ্লাদিমির পুতিনের নববর্ষের ভাষণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, নতুন বছরে ইউক্রেনীয়দের একমাত্র লক্ষ্য শুধুই বিজয়।
তিনি আরও বলেন,'২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে বিজয়ের পথে যাত্রা শুরু করেছে ইউক্রেন। ১১ মাস ধরে আমরা অনেক কঠিন সময় পার করছি। কিন্তু এই সময়ে আমরা আরও বেশি সংগঠিত হয়েছি। ইউক্রেনীয়রা একেকজন যোদ্ধা। তাদের জন্য আমি গর্বিত। বিজয় আমাদের নিশ্চিত।'
রুশ হামলা থেকে বাঁচতে নিরাপদ বাঙ্কার কিংবা পাতাল রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন অসংখ্য ইউক্রেনীয়। এমনই এক মেট্রো স্টেশনে বর্ষবরণের আয়োজন করে খারকিভ কর্তৃপক্ষ। প্রার্থণা করেন সংঘাতমুক্ত ইউক্রেনের।
এদিকে, নতুন বছর উপলক্ষ্যে দেওয়া ভাষণে, ইউক্রেন সংকটের জন্য আবারো পশ্চিমাদের দায়ী করেন রুশ প্রেসিডেন্ট।
তিনি বলেন, '২০২২ সালে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। যারা এটি শুরু করেছিল তারা আমাদের শিল্প, অর্থ এবং পরিবহনের সম্পূর্ণ ধ্বংসের প্রত্যাশা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।'
পুতিন আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার মিথ্যা আশ্বাস দিয়ে বিশ্বজুড়ে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা।
/আর.এম/