সেকশন

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
Independent Television
 

মার্কিন সেনা থাকা নাইজারের বিমানঘাঁটিতে রুশ সেনাদের প্রবেশ

আপডেট : ০৩ মে ২০২৪, ০৬:৩৫ পিএম

নাইজারের একটি বিমানঘাঁটিতে রুশ সেনা মোতায়েন করা হয়েছে, যেখানে আগে থেকেই মার্কিন সেনারা অবস্থান করছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে দেশটিতে থাকা মার্কিন সেনাদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল নাইজারের সামরিক সরকার। এবার জান্তা সরকার তাদের একটি বিমানঘাঁটিতে রুশ সেনা মোতায়েন করল।

বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, বিমানঘাঁটিটি নাইজারের রাজধানী নিয়ামে অবস্থিত। এটির নাম এয়ারবেস–১০১। সেখানে আগে থেকেই মার্কিন সেনারা রয়েছে। ওই বিমানঘাঁটির একটি পৃথক কমপাউন্ডে রুশ সেনাদের মোতায়েন করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আজ হনুলুলুতে সাংবাদিকদের বলেন, ‘রুশ সেনারা মার্কিন সেনাদের জন্য কোনো ঝুঁকি তৈরি করেননি। তাঁরা একটি পৃথক কমপাউন্ডে রয়েছেন। আমরা আমাদের সেনাদের সুরক্ষার ব্যাপারে সব সময় সতর্ক রয়েছি। আপাতত আমাদের সেনাদের সেখানে কোনো সমস্যা নেই।’

নাইজারের সাহেল অঞ্চলটিকে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর নতুন কেন্দ্রস্থল মনে করা হয়। সেখানে থেকেই তারা বিশ্বের বিভিন্ন দেশে জিহাদী কার্যক্রম পরিচালনা করে থাকে। গত কয়েক বছর ধরে নাইজারের ক্ষমতাসীন সামরিক সরকারের সঙ্গে আইএসের সম্পর্ক খারাপ যাচ্ছে। তারা আইএস মোকাবিলায় রাশিয়ার দ্বারস্থ হয়েছে। এয়ারবেস–১০১ বিমানঘাঁটিতে রুশ সেনা মোতায়েন এটিই প্রমাণ করে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বছরের শুরুতে নাইজারের কর্মকর্তারা মার্কিন প্রশাসনকে জানিয়েছিল যে, নাইজারে অন্তত ৬০ জন রুশ সেনা মোতায়েন করা হবে। আজ কতজন রুশ সেনা নাইজারের বিমানঘাঁটিতে প্রবেশ করেছে, তা জানা যায়নি। অন্যদিকে কতজন মার্কিন সৈন্য সেখানে রয়েছেন, সেটিও জানা যায়নি।

নাইজারে থাকা বেশির ভাগ মার্কিন সেনা মিয়ামির উত্তর–পূর্বে আগাদেজ শহরের একটি ড্রোনঘাঁটিতে রয়েছে বলে জানা গেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি হয়েছে।

যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি চুক্তি করা হলে তাতে কিয়েভ রাজি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বৃহস্পতিবার এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি...
আহমদ আল–শারার নেতৃত্ব সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানের মুখে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ৮ ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। স্বৈরশাসক আসাদের পরিবার প্রায় ২৫ বছর ধরে দেশটি শাসন...
আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে ভারত। চুক্তি অনুযায়ী, খুব শিগগিরই প্রথমবারের মতো ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম (ম্যানপ্যাডস) পেতে যাচ্ছে ভারতীয়...
ইউক্রেন কোনো একদিন রাশিয়ার হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। 
টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করার ব্যাপারে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ...
বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুজনের মধ্যে বৈঠক হয়েছে। এ সময় মহাকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন নরেন্দ্র মোদি ও...
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়েবাড়িতে গান শোনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বল্লমের আঘাতে ময়না নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের...
টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ফোনালাপ হয়। তবে কী নিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.