কেনিয়ার রাজধানী নাইরোবিতে বন্দুকধারীদের গুলিতে চার্লস ওং'ওন্ডো ওয়্যার নামের এক সংসদ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, এমপির গাড়িকে অনুসরণ করছিল হামলাকারীরা। এরপর মোটরসাইকেল থেকে একজন নেমে কাছ থেকে তাঁকে গুলি করা হয়।
পুলিশের মুখপাত্র মুচিরি নিয়াগা এক বিবৃতিতে বলেন, হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বিরোধী দলীয় এই সংসদ সদস্য দুই মাস আগেই তার জীবন হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছিলেন।
বুধবার রাতে হামলার পর ওয়্যারকে দ্রুত নাইরোবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কেনিয়ার আইন শৃঙ্খলা বাহিনী।
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।
চার্লস এ নিয়ে দ্বিতীয়বারের মতো কেনিয়ার এমপির দায়িত্ব পালন করছিলেন। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।