সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কঙ্গোতে বন্যায় শতাধিক মানুষের প্রাণহানি

আপডেট : ১২ মে ২০২৫, ১০:৫১ এএম

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে টাঙ্গানইকা হ্রদের কাছে কাসাবা গ্রামে ভয়াবহ বন্যায় ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ কিভু প্রদেশের ফিজি এলাকার প্রশাসক সামি কালোদজি জানান, বন্যা দুর্গত অঞ্চল থেকে পাওয়া খবরে ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে। 

স্থানীয় কর্মকর্তারা জানান, কাসাবা গ্রামে টাঙ্গানইকা হ্রদ হয়ে যেতে হয়। সেখানে কোনো মোবাইল নেটওয়ার্কও নেই। ফলে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসহ জরুরি সহায়তা পৌঁছাতে দেরি হতে পারে।

দক্ষিণ কিভু প্রদেশের সরকারের মুখপাত্র দিদিয়ে লুগানিয়া এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার রাত ও শুক্রবারের মাঝামাঝি সময়ে টানা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে কাসাবা নদীর পানি উপচে বন্যা হয়। বন্যায় ৬২ জনের প্রাণহানি এবং ৩০ জন আহতের তথ্য জানানো হয় ওই বিবৃতিতে। 

রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা চলতি বছরের শুরু থেকেই কঙ্গোর পূর্বাঞ্চলে জোর হামলা চালিয়ে আসছে। বছরের প্রথম দুই মাসে এ সংঘর্ষে হাজারো মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে বন্যা দুর্ভোগ আরও বাড়িয়েছে। যদিও এলাকাটি এম২৩ বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। 

 

গত বৃহস্পতিবার লন্ডন যেতে উড়াল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গুজরাটের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই–১৭১। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটিতে মোট...
ভারতের গুজরাটের আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজটি চিকিৎসকদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন স্কুলশিক্ষার্থীও রয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে কয়েকজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ...
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। প্রায় পাঁচ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভেসে যাওয়ার ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে তিন...
টটেনহাম হটস্পার ২০ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড ম্যাথিস তেলকে পাকাপাকিভাবে ক্লাবে আনতে যাচ্ছে। গত পাঁচ মাস ধারে টটেনহামের জার্সিতেই খেলা এই ফরোয়ার্ডের জন্য শর্তসাপেক্ষে বায়ার্ন মিউনিখকে ৪ কোটি ইউরো...
ইরান দাবি করেছে, সম্প্রতি ইসরায়েলের ওপর চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তারা তাদের নতুন ‘হাজ কাসেম’ নামের একটি ম্যানুভারেবল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। রাষ্ট্রীয় সংস্থা ফারস নিউজ জানিয়েছে, শনিবার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.