সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

লিবিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৭ মে ২০২৫, ০৫:৩২ পিএম

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ দেবেইবাহ’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন দেশটির শত শত মানুষ। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাজধানী ত্রিপোলিতে বড় ধরনের বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর এক সদস্য নিহত হন। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, ত্রিপোলির মারটায়ার্স স্কয়ারে আন্দোলনকারীরা সরকার উৎখাত এবং নির্বাচনের দাবিতে স্লোগান দেন। স্লোগান শেষে তারা রাজধানীর কেন্দ্রস্থলে সরকারি ভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। প্রধানমন্ত্রী দেবেইবাহর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে দেবেইবাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম ও স্বরাষ্ট্রমন্ত্রী এমাদ তারবুলসির ছবি ছিল। সবার ছবিতেই লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া ছিল।

এদিকে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তিনজন মন্ত্রী পদত্যাগ করেছেন। তারা হলেন– অর্থ ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আল-হাওয়িজ, স্থানীয় সরকারমন্ত্রী বদরেদ্দিন আল-তামি ও আবাসনমন্ত্রী আবু বকর আল-গাওয়ি।

২০২১ সালে লিবিয়ায় ক্ষমতায় আসে দেবেইবাহর জাতীয় ঐক্যের সরকার। বিরোধী পক্ষদের মধ্যে ঐকমত্যের অভাবে দেশটিতে নির্বাচন আয়োজন ব্যর্থ হয়। এরপর জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়ার মধ্য দিয়ে দেবেইবাহ প্রধানমন্ত্রী হন। এরপর থেকে ক্ষমতায় রয়েছেন তিনি।

চলতি সপ্তাহে ত্রিপোলিতে বিরোধী দুটি দলের সংঘর্ষের পর দেবেইবাহের পদত্যাগের বিষয়ে জনসমর্থন বৃদ্ধি পায়। বিরোধীদের ওই সংঘর্ষে অন্তত ৮ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত মঙ্গলবার সব সশস্ত্র গোষ্ঠীকে বিলুপ্ত করার আদেশ দিলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

 

ম্যালেরিয়ায় শিশু ও কমবয়সীদের জন্য কার্যকর চিকিৎসা পদ্ধতির অনুমোদন মিলেছে। সম্প্রতি এই অনুমোদন দিয়েছে সুইজারল্যান্ডের ওষুধ তদারকি সংস্থা। এর মধ্য দিয়ে এই প্রথম শিশু ও কমবয়সীদের ম্যালেরিয়ায় কার্যকর...
এক সপ্তাহের মধ্যেই তিনজন প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড, এর মধ্যে দুজন অন্তর্বর্তীকালীন দায়িত্বে। সাবেক প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর এমন চিত্রই দেখা গেল...
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একটি ফাঁস হওয়া ফোনালাপকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে নৈতিক আচরণ লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে। এর মধ্যেই আজ...
সুদানের উত্তর-পূর্বাঞ্চলে একটি ঐতিহাসিক সোনার খনি ধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ৭ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
দুই দিন কিছুটা কম থাকলেও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শনিবার থেকে সারা দেশে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২০ জুলাইয়ের পর বঙ্গোপসাগরে দেখা দিতে পারে নিম্নচাপ। তবে বন্যা পূর্বাভাস...
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারান। অন্যদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে ১০ জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। এক...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.