নাইজেরিয়ার মধ্য ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ১৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে অনেকে। আকস্মিক এই বন্যায় হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। দেশটির জরুরি সেবা সংস্থার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পশ্চিম আফ্রিকার এই দেশটির নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্য পরিচালক ইব্রাহিম আওদু হুসেইনি শনিবার প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করেন। এর আগে গতকাল শুক্রবার বন্যায় দেশটিতে ১১৭ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।
বুধবার রাতে নাইজার রাজ্যের মধ্যাঞ্চলীয় শহর মোকেওয়াতে আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যায় ৫০০ টির বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
শক্তিশালী নাইজার নদীর স্রোতে মরদেহ ভেসে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেড ক্রসের নাইজার রাজ্য শাখার প্রধান গিডিয়ন আদামু জানান, উদ্ধারকারী দলগুলো বন্যাকবলিত এলাকার বিপরীত দিকে অবস্থিত জেব্বার দিকে এগিয়ে যাচ্ছে। নিখোঁজদের সন্ধানে কাদা ও ধ্বংসাবশেষের মাঝে তল্লাশি অভিযান পরিচালনা করছেন উদ্ধারকারীরা।