দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। প্রায় পাঁচ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভেসে যাওয়ার ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে তিন শিক্ষার্থীকে। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইস্টার্ন কেপের প্রাদেশিক সরকার এক প্রাথমিক বিবৃতিতে জানায়, বিপর্যয়কর আবহাওয়া পরিস্থিতির কারণে তীব্র ঠান্ডার পাশাপাশি ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অন্তত ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এমথাথার ডেকোলিগনি গ্রামে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর সপ্তম মরদেহটি উদ্ধার করা হয় টসলো এলাকায় বেদলানা নদীর কাছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে আরও দুটি মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যম জানায়, ভেসে যাওয়া স্কুল বাসে থাকা ৩ শিক্ষার্থী গাছে ঝুলে প্রাণে বেঁচে যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রবল ঝড় ও বৃষ্টির কারণে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চলমান দুর্যোগে ইস্টার্ন কেপ ও কওয়াজুলু-নাটাল প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি এসকম জানায়, ইস্টার্ন কেপে প্রায় ৩ লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কওয়াজুলু-নাটালে প্রায় ২ লাখ বাড়ি বিদ্যুতহীন হয়ে পড়েছে।
ঝড়ের পাশাপাশি ভারী তুষারপাতের কারণে সড়কে যানবাহন আটকে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। কিছু সড়কে ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমে গেছে।
এরই মধ্যে ইস্টার্ন কেপ এলাকায় কমলা সতর্কতা জারি করেছে দক্ষিণ আফ্রিকার আবহাওয়া বিভাগ। সতর্কবার্তায় ভারী তুষারপাত ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।