সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

দক্ষিণ আফ্রিকায় বন্যায় অর্ধশত মানুষের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২৫, ০৯:১৪ এএম

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন স্কুলশিক্ষার্থীও রয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে কয়েকজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার সকালে ইস্টার্ন কেপের প্রাদেশিক মুখ্যমন্ত্রী বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং মাথাতা শহরের কাছে ডেকোলিগনি গ্রামে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, ‘প্রতি ঘণ্টায় মৃতের সংখ্যা বাড়ছে। এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ।’

মন্ত্রী আরও বলেন, ‘শত শত মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে রাত কাটাচ্ছেন। ইস্টার্ন কেপের ৫৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ওআর টাম্বো, আমাথোলি ও আলফ্রেড নজো জেলায়।’

এদিকে গত মঙ্গলবার সকালে মথাতা শহরে সেতু পার হওয়ার সময় স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাস পানির তোড়ে ভেসে যায়। বাসটিতে মোট ১৩ জন ছিলেন, যাদের মধ্যে ১১ জনই স্কুলশিক্ষার্থী। বাসে থাকাদের মধ্যে ৪ শিশু, চালক ও কন্ডাক্টরসহ ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ৪ শিশুর সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

ইস্টার্ন কেপের পাশ্ববর্তী প্রদেশ কোয়াজুলু-নাটালও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৬৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত মঙ্গলবার থেকে বিভিন্ন এলাকায় প্রায় ৫ লাখ বাড়ি বিদ্যুতহীন হয়ে পড়েছে।

বৃষ্টি ও বন্যার পাশাপাশি তুষারঝড়ের বিপর্যস্ত হয়ে পড়েছে অনেক এলাকা। ভারী তুষারপাতের কারণে সড়কে যানবাহন আটকে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। কিছু সড়কে ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমে গেছে।   

অত্যধিক তাপমাত্রার কারণে মাত্র ১০ দিনে ইউরোপের ১২ শহরে ২ হাজার ৩০০ মানুষ মারা গেছে। আজ বুধবার প্রকাশিত এক বৈজ্ঞানিক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একদল বিজ্ঞানী। এতে বিজ্ঞানীরা আরও দাবি করেন, ১...
প্রবল বৃষ্টিপাতে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখওয়া এবং রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ঘরবাড়ি ধস ও পানিতে ডুবে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আগামী দুই দিন দেশটির বিভিন্ন অংশে ভারি বর্ষণ...
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এরমধ্যে ২৮ জনই শিশু। এখনও নিখোঁজ রয়েছে ৪১ জন। তাদের সন্ধানে বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান চলছে।
লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় একটি কার্গো জাহাজ ডুবে অন্তত ৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার জাহাজটি ডুবে যায়। বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
রংপুরের পীরগাছায় একটি যাত্রীবাহী বিয়ের বাস পুকুরে পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভতি করা হয়েছে।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.