নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। হামলার পর নিখোঁজ রয়েছেন অনেকে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে অ্যামনেস্টি জানায়, ইয়েলেওয়াটা গ্রামে শুক্রবার শেষ রাত থেকে শুরু হওয়া এই হামলা শনিবার ভোর রাত পর্যন্ত চলে।
অ্যামনেস্টির পোস্টে বলা হয়, ‘হামলার পর অনেকে এখনো নিখোঁজ। বহু মানুষ আহত হয়েছেন এবং তাঁরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। অনেক পরিবারকে ঘরে আটকে রেখে আগুনে পুড়িয়ে মারা হয়েছে।’
নাইজেরিয়ার বেনু রাজ্য মিডল বেল্ট বা মধ্যাঞ্চলের সীমান্তে অবস্থিত। এই রাজ্যটিতে উত্তরের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে দক্ষিণের খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল মিশেছে।
অঞ্চলটির বাসিন্দাদের মধ্যে জমি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আছে। পশুপালকেরা তাদের গবাদিপশুর জন্য চারণভূমি চায় আর কৃষকেরা চায় চাষের জন্য আবাদি জমি। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সঙ্গে ধর্মীয় ও জাতিগত দ্বন্দ্ব যোগ হয়ে পরিস্থিতি ভয়াবহ সংঘাতের দিকে গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মাসেও বেনু রাজ্যে হতাহতের ঘটনা ঘটেছে। গোয়ের ওয়েস্ট জেলায় ধারাবাহিক হামলায় সন্দেহভাজন পশুপালকদের গুলিতে অন্তত ৪২ জন নিহত হন।
এসবিএম ইন্টেলিজেন্স নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে বেনু ও আশপাশের এলাকায় সংঘাতে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২২ লাখ মানুষ।