কেনিয়ায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত আটজন নিহত এবং ৪০০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দিনভর ওই সংঘর্ষ হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদন বলছে, ২০২৪ সালে দেশটিতে মারাত্মক সরকারবিরোধী বিক্ষোভের ঢেউ শুরুর ঠিক এক বছর পর রাজধানী নাইরোবি এবং অন্যান্য শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে।
বিক্ষোভকারীদের অনেকেই ‘রুটোকে যেতে হবে’ স্লোগান দেন এবং তাঁর শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। সারা দেশেই বিক্ষোভ ছড়িয়েছে।
সরকার বিক্ষোভের ঘটনা সরাসরি টিভি এবং রেডিও সম্প্রচার নিষিদ্ধ করে সম্প্রতি। কিন্তু নাইরোবির হাইকোর্ট তা বাতিল করে দেয়।
বিবিসি জানিয়েছে, রুটো বিক্ষোভকারীদের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিক্ষুব্ধরা তাঁর সরকারি বাসভবনে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ তাদের পিছু হটিয়ে দিয়েছে।
কিলিফির উপকূলীয় কাউন্টিতে এক সমাধি অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুটো বলেন, ‘কেনিয়ায় শান্তি নষ্ট করার জন্য বিক্ষোভ করা উচিত নয়। যখন কিছু ভুল হয়, তখন আমাদের অন্য কোনো দেশে যাওয়ার দরকার নেই। আমাদের দেশকে নিরাপদ রাখা আমাদের দায়িত্ব।
প্রতিবেদন জানিয়েছে, তরুণ বিক্ষোভকারীরা স্টেট হাউসে হামলা চালানোর হুমকি দিয়েছিল। পুলিশ ব্যারিকেড এবং কাঁটা তার ব্যবহার করে প্রধান রাস্তাগুলো বন্ধ করে দেয়।
বুধবারের বিক্ষোভে হতাহতের কোনো পরিসংখ্যান সরকারি কর্তৃপক্ষ এখনও দেয়নি, তবে কেনিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন, ল সোসাইটি অফ কেনিয়া এবং পুলিশ রিফর্মস ওয়ার্কিং গ্রুপ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, কমপক্ষে আটজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, আহত ৪০০ জনের মধ্যে ৮৩ জনের বিশেষ চিকিৎসা প্রয়োজন এবং আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।