সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কেনিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত অন্তত ৮

আপডেট : ২৬ জুন ২০২৫, ১২:১৭ পিএম

কেনিয়ায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত আটজন নিহত এবং ৪০০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দিনভর ওই সংঘর্ষ হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন বলছে, ২০২৪ সালে দেশটিতে মারাত্মক সরকারবিরোধী বিক্ষোভের ঢেউ শুরুর ঠিক এক বছর পর রাজধানী নাইরোবি এবং অন্যান্য শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে।

বিক্ষোভকারীদের অনেকেই ‘রুটোকে যেতে হবে’ স্লোগান দেন এবং তাঁর শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। সারা দেশেই বিক্ষোভ ছড়িয়েছে।

সরকার বিক্ষোভের ঘটনা সরাসরি টিভি এবং রেডিও সম্প্রচার নিষিদ্ধ করে সম্প্রতি। কিন্তু নাইরোবির হাইকোর্ট তা বাতিল করে দেয়।

বিবিসি জানিয়েছে, রুটো বিক্ষোভকারীদের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিক্ষুব্ধরা তাঁর সরকারি বাসভবনে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ তাদের পিছু হটিয়ে দিয়েছে।

কিলিফির উপকূলীয় কাউন্টিতে এক সমাধি অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুটো বলেন, ‘কেনিয়ায় শান্তি নষ্ট করার জন্য বিক্ষোভ করা উচিত নয়। যখন কিছু ভুল হয়, তখন আমাদের অন্য কোনো দেশে যাওয়ার দরকার নেই। আমাদের দেশকে নিরাপদ রাখা আমাদের দায়িত্ব।

প্রতিবেদন জানিয়েছে, তরুণ বিক্ষোভকারীরা স্টেট হাউসে হামলা চালানোর হুমকি দিয়েছিল। পুলিশ ব্যারিকেড এবং কাঁটা তার ব্যবহার করে প্রধান রাস্তাগুলো বন্ধ করে দেয়।

বুধবারের বিক্ষোভে হতাহতের কোনো পরিসংখ্যান সরকারি কর্তৃপক্ষ এখনও দেয়নি, তবে কেনিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন, ল সোসাইটি অফ কেনিয়া এবং পুলিশ রিফর্মস ওয়ার্কিং গ্রুপ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, কমপক্ষে আটজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, আহত ৪০০ জনের মধ্যে ৮৩ জনের বিশেষ চিকিৎসা প্রয়োজন এবং আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

ভারতের গুজরাটে সেতুর একটি অংশ ধসে অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় মহিসাগর নদীতে পড়ে যায় ৪টি গাড়ি। আজ বুধবার সকালে ভদোদরা জেলায় এ ঘটনায় ৩ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৫২ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার দেশটির পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। 
আমেরিকার টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এদের মধ্যে ১৫ জনই শিশু। এখনও নিখোঁজ ২৭ জন। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। টেক্সাসের গভর্নর জানান, নিখোঁজদের উদ্ধারে...
গাজায় ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় ৫৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে খাদ্য সহায়তা নিতে আসা ৯ জন রয়েছে, যাদের ম্যধে তিনজন শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে ১৩৫ শিশুকে হত্যা করা হয়। যার সরাসরি নির্দেশদাতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবে শিশু হত্যা-নির্যাতন দেখে হতবাক গোটা বিশ্ব। আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে...
বেচা-কেনায় জমজমাট হয়ে উঠেছে ঝালকাঠির আটঘর নৌকার হাট। বর্ষা মৌসুমে এই অঞ্চলে নৌকার চাহিদা বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় কাটে কারিগরদের। পাঁচ মাসের এই হাটে নৌকা বেচা-কেনা হয় তিন কোটি টাকার বেশি।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.