১৯৮৬ সাল থেকে উগান্ডার ক্ষমতায় রয়েছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শাসনের প্রায় চার দশক হতে চলছে। এরই মধ্যে ৮০ বছর বয়সী ইয়োওয়েরি মুসেভেনি জানালেন, আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। গতকাল শনিবার সপ্তম মেয়াদের জন্য মনোনয়ন চেয়েছেন এই নেতা। এই পদক্ষেপ তাঁকে পূর্ব আফ্রিকার এই দেশটিতে প্রায় পাঁচ দশক ক্ষমতায় থাকার পথে আরও কাছাকাছি নিয়ে যাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মুসেভেনি প্রভাবশালী বিরোধীদের অবসর নেওয়ার আহ্বান উপেক্ষা করে গেছেন। সমালোচকরা সতর্ক করেছেন যে, তিনি স্বৈরশাসনের দিকে ঝুঁকেছেন। তাঁর শাসনকারী দল ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্টের (এনআরএম) ভেতরেও কার্যত কোনো বিরোধিতা নেই।
যারা অতিরিক্ত সময় ক্ষমতা ধরে থাকতে চান, কয়েক দশক আগে মুসেভেনি এমন আফ্রিকান নেতাদের সমালোচনা করেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ইয়োওয়েরি মুসেভেনিকে ক্ষমতায় রাখতে এর আগে দুবার সংবিধানে বয়সের সীমা ও ক্ষমতায় থাকার মেয়াদের নিয়ম বদলেছে তাঁর দল।
বিরোধীদের দমন করতে প্রায়ই বিভিন্ন বাহিনী লেলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রায়ই প্রতিবাদ ও নিন্দা জানায়।
মুসেভেনি ১৯৮৬ সালে বিদ্রোহী বাহিনীর প্রধান হিসেবে প্রথম ক্ষমতায় আসেন। এরপর থেকে তিনি ছয়বার নির্বাচিত হয়েছেন, যদিও সাম্প্রতিক নির্বাচনগুলো সহিংসতা ও কারচুপির অভিযোগে কলুষিত হয়েছে।
১৯৬২ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে এই পূর্ব আফ্রিকান দেশটিতে কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ঘটেনি। আগামী জানুয়ারিতে দেশটিতে নির্বাচন।