সেকশন

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
Independent Television
 

ব্রাজিলে ব্যাপক ঝড়–বৃষ্টি, ভূমিধসে নিহত ২৯

আপডেট : ০৩ মে ২০২৪, ০৮:৪৫ পিএম

ব্রাজিলে গত দুই দিন ধরে ব্যাপক ঝড়–বৃষ্টি ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এসব প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ২৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ৬০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্ডে দো সুলে গত বুধবার ও বৃহস্পতিবার ব্যাপক ঝড়–বৃষ্টি হয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। আকস্মিক এই দুর্যোগে ১২৪টি শহরের ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় উদ্ধারকর্মীরা ইতোমধ্যে অভিযান শুরু করেছেন বলেও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আরও জানিয়েছে, প্রবল বন্যার তোড়ে রিও গ্রান্ডে দো সুলে একটি জলবিদ্যুৎপ্রকল্পের বাঁধ ভেঙে গেছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।

এই প্রদেশে ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। প্রদেশের গভর্নর এদুয়ার্দো লেইটে সামজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ বক্তব্যে বলেন, ‘বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি—তা শুধু সংকটপূর্ণ নয়, বরং ইতিহাসের সবচেয়ে সংকটপূর্ণ পরিস্থিতি এটি।’

ইতিমধ্যে হেলিকপ্টারে চেপে দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। পরিদর্শন শেষে তিনি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে লুলা বলেন, ‘দুর্যোগকবলিতদের সাহায্যার্থে বিভিন্ন পদক্ষেপ নিতে আমি গভর্নর এবং মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছি। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই দুর্যোগ মোকাবিলা করব।

গুয়াতেমালা সিটির একটি দূষিত উপত্যকায় হাইওয়ে সেতুর উপর দিয়ে একটি বাস পার হওয়ার সময় ছিটকে পড়ে। এতে অন্তত ৫১ জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনাস্থলে এখনও অনেকে জীবিত আটকা পড়ে আছে।
আমদানি করা সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার এই ঘোষণা আসতে পারে। এদিকে মার্কিন পণ্যে চীনের...
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর অভিযানে মাওবাদির ৩১ সদস্য নিহত হয়েছে। প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর ২ সদস্যের। আহত হয়েছেন দুই সেনা।
তাবাস্কো প্রদেশের স্থানীয় সরকার জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরের দিকে এসকার্সেগা শহরের কাছে একটি ট্রেলারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ছবিতে দেখা গেছে,...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া থানার এক হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং আরেক মামলায় শেখ হাসিনার...
অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে খাগড়াছড়ির পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.