আইফোন নিয়ে গেছে চোর। এর প্রতিশোধ নিতে ওই চোরের বাড়ি খুঁজে আগুন দিয়েছিল এক কিশোর। কিন্তু পরে জানা যায়, যাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে তাঁরা আসলে নিরপরাধ। এতে হতাহত হয় বেশ কয়েকজন। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঘটনার সময় ১৬ বছরের কিশোর ছিল অভিযুক্ত কেভিন বুই। তাঁর বয়স এখন ২০। বাড়িতে আগুন দিয়ে সেনেগালিজ এক পরিবারকে হত্যার দায়ে সম্প্রতি তাঁকে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই বাড়িতে আগুন দেওয়ার পর বেশ কয়েকজন আহতও হন।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, ২০২০ সালে আগস্টে কলোরাডোর ডেনভার এলাকায় একটি বাড়িতে আগুন দেন কেভিন। এর আগে তিনি তাঁর চুরি যাওয়া আইফোন ফিরে পেতে ফাইন্ড মাই আইফোন অ্যাপে সার্চ করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুই ও তাঁর দুই বন্ধু মাস্ক ও হুডি পড়ে বাড়িটিতে আগুন দেয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই তিন কিশোরকে শনাক্ত করা হয়। সেনেগালিজ পরিবারের বাড়িতে আগুন দেওয়ার পাঁচ মাস পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
ওই সময় ১৪ বছর বয়সের ছিল গ্রেপ্তার ডিলন সিবার্ট। গত বছর দ্বিতীয়-ডিগ্রি হত্যার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাঁকে ১০ বছরের জেল দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত আরেক তরুণ গ্যাভিন সেইমৌরকেও ৪০ বছরের জেল দিয়েছেন আদালত।