সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিলেন ট্রাম্প

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপ বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে সহায়তার শীর্ষ দেশ হিসেবে থাকা যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল করবে। এ ছাড়া পরবর্তী কোনো মহামারির বিরুদ্ধে লড়াই করা আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নির্বাহী আদেশে সইয়ের পর ট্রাম্প বলেন, ‘এটা অন্যতম গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এতদিন ‘‘অন্যায়ভাবে বেশি অর্থ’’ দাবি করত।’

ট্রাম্পের এমন নির্বাহী আদেশের ফলে যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্বাস্থ্য বিষক সংস্থা থেকে বেরিয়ে যেতে ১২ মাস সময় পাবে। এ সময়ের মধ্যে দেশটি ডব্লিউএইচওকে আর্থিক তহবিল বন্ধ করতে পারবে। সংস্থাটিতে অন্যতম আর্থিক যোগানদাতা যুক্তরাষ্ট্র। মোট তহবিলের ১৮ শতাংশ দিয়ে থাকে দেশটি।

ট্রাম্পের এই পদক্ষেপ অপ্রত্যাশিত নয়। দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে আসছেন তিনি। এর আগে প্রথম মেয়াদের শেষ দিকে ২০২০ সালের জুলাইয়ে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প। 
 
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়াও প্যারিস জলবায়ু চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আদেশে সই করেছেন তিনি। এ ছাড়া বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা পর্যবেক্ষণ করছে আমেরিকা। স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের...
শুল্কারোপের ‘খেলায়’ থামছেনই না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে দশকের ঘর থেকে শুল্কারোপের পরিমাণ বাড়িয়ে তিনি নিয়ে যান শতকের ঘরে। এবার আরও বাড়ালেন, গেলেন হাজারের ঘরে। দক্ষিণ-পূর্ব এশিয়ার...
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আজ মঙ্গলবার চীন সফরে যাওয়ার কথা রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে তৃতীয় দফা আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে অত্যন্ত...
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস গতকাল সোমবার ৮৮ বছর বয়সে মারা গেছেন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে স্ট্রোক ও হৃদযন্ত্রের জটিলতার কারণে। যদিও...
বায়ুদূষণের কারণে তীব্র হচ্ছে বজ্রপাত। দেশের বাতাসে ধুলা, সমুদ্রের লবণ, সালফেট ও কার্বন-কণা বাড়ছে। বাতাসে দুই দশমিক দুই পাঁচ আকারের বস্তুকণার মাত্রাও বেশি জমছে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার কারণেও ঘনঘন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের প্রতি সদয় হতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার এয়ার ফোর্স...
প্রেস উইং জানিয়েছে, প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ...
কোপা দেল রে-র ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী উত্তাপ ছড়ানো ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে। বিশেষ করে ফাইনালের রেফারি বদল করা নিয়ে রীতিমতো...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.