ইউক্রেন যুদ্ধ বন্ধে অবিলম্বে আলোচনা শুরু করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সৌদি আরবে এ-সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনকলে পুতিনের সঙ্গে তাঁর দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানানয়, ইউক্রেনের পাশাপাশি মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা ইস্যুতে দুই নেতার আলোচনা হয়েছে।
ট্রাম্প জানান, একে অপরের দেশ সফরেও একমত হয়েছেন তাঁরা। এদিকে, বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সদরদপ্তরে ইউক্রেনের সামরিক মিত্রদের সঙ্গে দেখা করেছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ।
এসময় তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইউক্রেনের জন্য ২০১৪ সাল পূর্ববর্তী সীমান্ত ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা অবাস্তব উদ্দেশ্য ছিলো বলে মন্তব্য করেন তিনি।
এর আগে মঙ্গলবার জার্মানিতে সাংবাদিকদের পেন্টাগনপ্রধান জানান, ইউক্রেনে সেনা পাঠাবে না ট্রাম্প প্রশাসন।