সরকারি ব্যয় কমাতে একের পর এক খাতে কাঁচি চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এবার সংকটে পড়তে যাচ্ছেন দেশটির শিক্ষা বিভাগ। মঙ্গলবার ট্রাম্প হাত দিয়েছেন মার্কিন শিক্ষা বিভাগে। চাকরি হারাতে চলেছেন অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আমেরিকায় কর্মী সংখ্যা অর্ধেকে নামিয়ে আনছে মার্কিন শিক্ষা বিভাগ। জানানো হয়, ফেডারেল সরকারের আকার কমাতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবে এমন পদক্ষেপ।
গণ-ছাঁটাইয়ে শিক্ষা বিভাগের প্রায় ২ হাজার ১০০ কর্মীকে ২১ মার্চ থেকে ছুটিতে পাঠানো হবে। এক বিবৃতিতে শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহন জানান, ছাঁটাইয়ের প্রভাব বিভাগের সব শাখাতেই পড়বে। শিক্ষার্থীদের আরও ভালো সেবা প্রদানের লক্ষ্যেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
মার্কিন শিক্ষা বিভাগের বার্ষিক বাজেট প্রায় ২৩৮ বিলিয়ন ডলার। যেখানে ৪ হাজারের বেশি লোক নিযুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই বিভাগটি বিলুপ্তের চেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে, এক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।