শুল্ক নিয়ে এবার আরও কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো থেকে আসা অ্যালকোহলে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন তিনি। হুইস্কিতে ৫০ শতাংশ শুল্ক বন্ধ না করলে এই শুল্ক আরোপের কথা জানান ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন বার্তাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি বলেন, এ সিদ্ধান্ত নিলে আমেরিকানদের ভালোই হবে।
ক্ষমতায় আসার পর থেকেই শুল্ক নিয়ে একের পর এক কঠোর বার্তা ও সিদ্ধান্ত আসছে ট্রাম্পের কাছ থেকে। সম্প্রতি কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। সেটি গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে।
এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো থেকে আসা অ্যালকোহলে ২০০ শতাংশ শুল্কের হুমকি দিলেন ট্রাম্প। পাল্টা সিদ্ধান্ত হিসেবে আগামী ১ এপ্রিল থেকে বোট, বার্বন হুইস্কি ও মোটরবাইকের ২৮ বিলিয়ন ডলার পর্যন্ত লেনদেনে শুল্ক বাড়াবে তারা।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন বলেন, এর জবাব আরও কঠোর হতে পারত। কিন্তু তিনি সমানুপাতিক হারেই দিয়েছেন। এ নিয়ে আমেরিকার সঙ্গে কথা বলতে তারা প্রস্তুত রয়েছেন।
এভাবে একের পর এক শুল্ক আরোপ করলে অর্থনীতি স্থিতিশীল থাকবে না এবং তাতে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন উরসুলা। এমনকি চাকরির বাজারেও এর প্রভাব পড়বে উল্লেখ করে তিনি বলেন, ‘শুল্ক হলো কর। এগুলো ব্যবসার জন্য খারাপ এবং ভোক্তাদের জন্যও খারাপ। কেউই এটা চায় না–আমেরিকাও না, আবার ইইউও না।’