সেকশন

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
Independent Television
 

৪৩ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে চান ট্রাম্প

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০২:১৮ পিএম

বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, এ সংক্রান্ত একটি খসড়া তালিকা এরই মধ্যে প্রস্তুত করে ফেলেছেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা। তবে খসড়া তালিকা চূড়ান্ত হওয়ার সময় তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে।

খসড়া প্রস্তাবে যেসব দেশের নাম রয়েছে: আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন, বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, তুর্কমেনিস্তান, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, রিপাবলিক অব কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, ইকুয়েটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, ভানুয়াতু ও জিম্বাবুয়ে।

এর মধ্যে ১১টি দেশকে ‘লাল’ তালিকায় রাখা হয়েছে। লাল তালিকার অর্থ হচ্ছে, এসব দেশের নাগরিকেরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। লাল তালিকায় রয়েছে—আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

এ ছাড়া ১০টি দেশটি ‘কমলা’ রাখা হয়েছে। কমলা তালিকার অর্থ হচ্ছে, এসব দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে, তবে ভিসা একেবারে বন্ধ থাকবে না। কমলা তালিকায় থাকা দেশগুলো হচ্ছে— বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও তুর্কমেনিস্তান।

অন্যদিকে ২২টি দেশকে ‘হলুদ’ তালিকায় রাখা হয়েছে। এ তালিকায় থাকা দেশগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য ৬০ দিন সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে তারা যদি ত্রুটি কাটিয়ে উঠতে না পারে, তবে তাদের লাল বা কমলা তালিকার অন্তর্ভুক্ত করার হুমকি দেওয়া হবে।

হলুদ তালিকায় থাকা দেশগুলো হচ্ছে— অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, রিপাবলিক অব কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, ইকুয়েটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, ভানুয়াতু ও জিম্বাবুয়ে।

২০১৭ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পরই ৮টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প। পরে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ট্রাম্পের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করেন।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প আবারও বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবেন বলে হুঁশিয়ারি দেন।

ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কয়েক সপ্তাহ আগে পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে তালিকা তৈরি করা হয়। হোয়াইট হাউসে যাওয়ার পর এই তালিতায় পরিবর্তন আসতে পারে।

আমেরিকার সঙ্গে খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তি করতে ইউক্রেন প্রস্তুত। ইউক্রেন সরকারের শীর্ষ পর্যায় থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আজ বুধবারই এই...
চলতি বছর বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতি বিশ্বজুড়ে ব্যবসায়িক আস্থা নষ্ট করেছে। বিনিয়োগ পরিবেশে অস্থিরতা সৃষ্টি হওয়ায় বেড়েছে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আমেরিকার সঙ্গে বিশ্বও চালাচ্ছেন। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দুটি মেয়াদের মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে চাইলে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে এ কথা...
কানাডায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। ৪৫তম জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেবেন কানাডার জনগণ। তবে মার্কিন...
২০২৩ সালে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার পরই অনেকে ধারণা করেছিলেন আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন মাহেন্দ্র সিং ধোনি । কিন্তু এরপরও খেলেই যাচ্ছেন চেন্নাই অধিনায়ক। এবার আইপিএলের পাঁচবারের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.