টর্নেডোর তাণ্ডবে আমেরিকার মধ্য ও দক্ষিণাঞ্চলে মৃত্যু বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু মিসৌরিতেই মারা গেছে ১২ জন। এ ছাড়া কানসাসে মারা গেছেন ৮ জন। টর্নেডোর কয়েকটি ভিডিওতে দেখা যায়, বাতাসের তোড়ে উড়ে যাচ্ছে গাড়ি। ভেঙে তছনছ হয়ে গেছে ঘর। ধুলার ঝড়ের কারণে দুর্ঘটনায় পড়ে ৫৫ টির বেশি গাড়ি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আমেরিকার সাতটি অঙ্গরাজ্যের আড়াই লাখ বাড়িঘর বিদ্যুৎহীন। এ তালিকায় রয়েছে মিশিগান, মিসৌরি ও ইলিনয়। আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন মিসৌরির গভর্নর।
দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এসব তথ্য নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ।
এদিকে, সিবিএস নিউজ জানিয়েছে, ধ্বংসাত্মক ঝড় টেক্সাস এবং ওকলাহোমাতেও আঘাত হেনেছে। ওই দুটি অঙ্গরাজ্যে শতাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। টর্নেডোর আঘাতে রাস্তায় চলন্ত বেশ কয়েকটি ট্রাক উল্টে গেছে।
ওকলাহোমা ফরেস্ট্রি সার্ভিসের মতে, দাবানলের কারণে এরইমধ্যে ২৭ হাজার ৫০০ একর জমি পুড়ে গেছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এ ছাড়া নতুন করে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।