সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
Independent Television
 

আমেরিকার শিক্ষা বিভাগ ভেঙে দিতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:১৩ এএম

যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বন্ধ ঘোষণার নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংস্থাটি বন্ধ হলে আমেরিকার স্কুলগুলো আর ফেডারেল সরকারের অধীনে থাকবে না।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়,  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষা বিভাগ বন্ধ করে দেওয়ার বিষয়ে নির্বাচনী প্রচারণার সময়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন। যদিও তার এই প্রচেষ্টা আদালতের চ্যালেঞ্জ এবং সাংবিধানিক বাধার সম্মুখীন হতে পারে। 

কংগ্রেসে আইন পাস ছাড়া এই সংস্থা বন্ধ করতে পারবেন না ট্রাম্প। এ ধরনের সংস্থা বিলুপ্ত করার মতো বড় আইন পাস করতে ৬০টি ভোটের প্রয়োজন। তবে এ বিষয়ে পর্যাপ্ত সমর্থন নেই বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

প্রথম মেয়াদেও শিক্ষা বিভাগ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে কোনো পদক্ষেপ নেয়নি কংগ্রেস। 

ট্রাম্পের এমন কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার লেখেন, ‘শিক্ষা বিভাগ ভেঙে দেওয়ার চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সবচেয়ে ধ্বংসাত্মক এবং বিপর্যয়কর পদক্ষেপগুলোর মধ্যে একটি। এটি শিশুদের ক্ষতি করবে।’  

শুল্কারোপের ‘খেলায়’ থামছেনই না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে দশকের ঘর থেকে শুল্কারোপের পরিমাণ বাড়িয়ে তিনি নিয়ে যান শতকের ঘরে। এবার আরও বাড়ালেন, গেলেন হাজারের ঘরে। দক্ষিণ-পূর্ব এশিয়ার...
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস গতকাল সোমবার ৮৮ বছর বয়সে মারা গেছেন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে স্ট্রোক ও হৃদযন্ত্রের জটিলতার কারণে। যদিও...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিদ্যুৎ, প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে...
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২শ কোটি ডলারেরও বেশি অর্থায়ন বন্ধের জন্য মামলা দায়ের করেছে। বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গার্বার সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবি করে মধ্যরাতে শাহবাগ অবরোধ করেছে একদল শিক্ষার্থী। ‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’ নামের এ কর্মসূচিতে অংশ নেওয়ারা ঢাকা...
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন জানান, শহিদুল নামের এক ব্যক্তির মাধ্যমে তারা কক্সবাজার আসে। এরপর শহিদুল কৌশলে ছয়জনকেই টেকনাফ নিয়ে আটকে রাখে।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার দোহায় এ তথ্য নিশ্চিত করেন।  
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হচ্ছে বর্ণিল বৈশাখী মেলা। আগামী ২৬ এপ্রিল, শনিবার কুয়ালালামপুর মহারাজা লেলা মনোরেল স্টেশনের পাশে কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.