সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

প্রয়োজনে ‘নিজের পকেট থেকে’ সুনীতা–বুচকে অর্থ দিতে চান ট্রাম্প

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৫:২২ পিএম

দীর্ঘ ৯ মাস মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে প্রয়োজনে ‘নিজের পকেট থেকে’ ওভারটাইমের অর্থ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ওয়াশিংটনে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করে নভোচারী সনীতা ও বুচকে বহনকারী মহাকাশযান।

এর আগে গত জুনে নাসার এই দুই মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে পড়েন। ৮ দিনের মিশনে গেলেও শেষে দীর্ঘ ৯ মাস তাদের থাকতে হয় সেখানে। কারণ তাদের বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে হঠাৎ ত্রুটি দেখা দিয়েছিল। অবশেষে গত মঙ্গলবার সুনীতা ও বুচ নিরাপদে পৃথিবীতে ফিরেছেন।

এরপরই প্রশ্ন ওঠে, মহাকাশে বাড়তি দিন কাটিয়ে আসায় সুনীতা ও বুচ ওভারটাইম পাবেন কি না। গতকাল ট্রাম্পকেও এমন প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিষয়টি নিয়ে কেউ আমাকে আগে বলেনি। যদি আমাকে করতেই হয়, আমি নিজের পকেট থেকেই তা দেব।’

ফক্স নিউজের সাংবাদিক ট্রাম্পকে জানান, মহাকাশে প্রতিদিনের জন্য ৫ ডলার করে ওভারটাইম দেওয়া হয়। সুনিতা ও বুচকে আট দিনের মিশনে গিয়ে ২৮৬ দিন মহাকাশে কাটাতে হয়েছে। সেই হিসাবে, তাঁরা অতিরিক্ত ১ হাজার ৪৩০ ডলার পাবেন।

জবাবে ট্রাম্প বিস্মিত হয়ে বলেন, ‘মাত্র এটুকুই? তাঁরা যেই পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন, সেই তুলনায় এটা কিছুই নয়।’

গত বছর জুনে মার্কিন উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের তৈরি মহাকাশযান স্টারলাইনারে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা ও বুচ। মহাকাশযানটিতে ত্রুটি দেখা দেওয়ায় সেখানে আটকা পড়েন তাঁরা। 

আটকা পড়া দুই নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকে নানা পরিকল্পনা করতে শুরু করে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার ওপর জোর দেন। অবশেষে ২৮৬ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরতে পেরেছেন সুনিতা ও বুচ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটোর কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনার সমালোচনা করেছেন নিজ দলের সদস্যরা। এই সমালোচনাকারীরা এক সময় ডোনাল্ড...
মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। স্থানীয় সময় শনিবার...
কানাডা থেকে পণ্য আমদানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম এ তথ্য...
সামরিক আইন জারির জেরে আবারও গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইউল। আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ডিসেম্বরে সামরিক আইন জারির প্রমাণাদি মুছে ফেলতে পারেন–এই শঙ্কার...
ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিপলু বড়ুয়াসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার...
শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে আলোচনা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। এজন্য অর্থনীতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এক হওয়ার তাগিদ দিয়েছেন তারা। 
দেশে মোবাইল গেমিং ও ইস্পোর্টস এখন প্রবেশ করছে এক নতুন যুগে। তরুণদের সক্রিয় অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের উপস্থিতি দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটে, বৈশ্বিক...
গত বছর যে সিনেমাগুলো দর্শকদের ভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, সেগুলোর মধ্যে অন্যতম ‘দেয়ালের দেশ’। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্র শবনম বুবলী ও শরীফুল রাজের অভিনয়ের তুমুল প্রশংসা করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.