২০০ কোটি মার্কিন ডলারের বেশি অনুদান স্থগিতের পর এবার হার্ভার্ড ইউনিভার্সিটির ওপর কর আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার ট্রাম্প এই হুমকি দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আজ মঙ্গলবার মার্কিন সময় সকালে ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন, রাজনৈতিক, আদর্শিক ও সন্ত্রাসবাদ প্রচার করতে থাকলে তাদের করমুক্ত মর্যাদা কেড়ে নেওয়া হবে। করে ছাড় দেওয়া হয় শুধু জনগণের উপকারে আসে–সেসব ক্ষেত্রে।
মার্কিন প্রশাসনের নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে অনেক দাতব্য প্রতিষ্ঠান এবং ধর্মীয় গোষ্ঠীগুলোকে ফেডারেল আয়কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে, এই মূল্যবান কর ছাড়টি যদি গোষ্ঠীগুলো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয় বা তাদের ঘোষিত উদ্দেশ্য থেকে সরে যায়–তবে তা বাতিল করা যেতে পারে।
এর আগে শুধু অনুদানই নয়, বিশ্ববিদ্যালয়টির সঙ্গে থাকা আরও ৬০ মিলিয়ন ডলারের চুক্তিও স্থগিত করা হয়। হোয়াইট হাউস আমেরিকার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টিকে নিয়োগ, ভর্তি ও শিক্ষাদান পদ্ধতিতে পরিবর্তন আনার দাবি জানিয়েছে, যা ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে বলে তাদের দাবি।
চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর থেকে ট্রাম্প গবেষণার জন্য নির্ধারিত সরকারি তহবিল আটকে রাখার হুমকি দিয়ে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে পুনর্গঠনের জন্য চাপ দিচ্ছেন। হার্ভার্ডই প্রথম প্রধান মার্কিন বিশ্ববিদ্যালয়, যারা তার প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া হোয়াইট হাউস এসব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলেও অভিযোগ আনে বিশ্ববিদ্যালয়টি।
গত বছর গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখা দেয়। কিছু কিছু জায়গায় পুলিশ এবং ইসরায়েলপন্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।