মধ্যপ্রাচ্যের তিনটি দেশে সফরের উদ্দেশ্যে আজ সৌদি আরবে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ অর্জনের আশা করছেন তিনি। এরপর ট্রাম্প কাতার ও আরব আমিরাত সফরে যাবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তবে মধ্যপ্রাচ্য সফরে গেলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল সফর করবেন না ট্রাম্প। আল জাজিরা বলছে, ট্রাম্পের ইসরায়েল সফরে না যাওয়ার সিদ্ধান্ত মার্কিন–ইসরায়েল সম্পর্ক নিয়ে বেশ উদ্বেগ সৃষ্টি করেছে।
এর আগে ইসরায়েলকে ছাড়াই হামাসের সঙ্গে বন্দী বিনিময় এবং হুতির সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। তিনি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ওপর আক্রমণ বন্ধের ব্যাপারে ইসরায়েলকে কিছুই জানাননি। আবার ইসরায়েলের সম্পৃক্ততা ছাড়াই হামাসের হাতে মার্কিন বন্দী এডান আলেকজান্ডারের মুক্তির জন্য আলোচনা করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্প সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আজ বৈঠক করবেন। আগামীকাল বুধবার সেখানে উপসাগরীয় দেশগুলোর নেতাদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সেদিনই কাতার সফরে যাবেন তিনি। পরের দিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের মধ্য দিয়ে তাঁর তিন দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে।