তেহরানে হামলার প্রতিবাদে ইরান যদি হামলা চালায় তবে ইসরায়েলকে রক্ষায় তাদের পাশে থাকবে আমেরিকা। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইসরায়েল যে হামলা চালিয়েছে এর পেছনে তাদের কোনো হাত নেই।
ফক্স নিউজের উপস্থাপক ব্রেট বেয়ার ট্রাম্পের সঙ্গে কথা বললে তিনি ওই প্রতিক্রিয়া দেন বলে আল জাজিরার লাইভে বলা হয়েছে। প্রতিবেদন বলছে, আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে তেহরানে হামলা হয়েছে। ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। হামলা হয়েছে নাতানজ পারমাণবিক স্থাপনায়।
ইসরায়েলি হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এ হামলার পেছনে আমেরিকার হাত আছে বলে অভিযোগ করা হয়েছে। হামলার প্রতিক্রিয়ায় ইরান কঠোর বার্তা দিয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘তিক্ত ও যন্ত্রণাদায়ক’ পরিণতির জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে বলেছেন।
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘ইরানের পারমাণবিক বোমা নেই। আমরা আলোচনার টেবিলে ফিরে আসার আশা করছি। আমরা বিষয়টি দেখব। নেতৃত্বের এমন অনেক ব্যক্তি আছেন, যারা আর ফিরে আসবেন না।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান যদি প্রতিশোধ নেয় তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করবে।’
ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। হামলা অব্যাহত রাখারা ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামলা যতক্ষণ প্রয়োজন ততক্ষণই চালানো হবে।