মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসে স্থানীয় সময় দুপুরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই দুই নেতা এক সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও আসিম মুনিরের বৈঠকরে সময়ে গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে পারবেন না।
গত ১৪ জুন যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তাঁকে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মনে করা হয়। আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের আজকের বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল। তবে বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরায়েল ও ইরানের সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে। ফলে ইসরায়েল–ইরান সংঘাতের আঁচ পাকিস্তানেও পৌঁছে যেতে পারে।
ইরানের গণমাধ্যমগুলো বলছে, আসিম মুনির গত মে মাসের শেষের দিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ইসরায়েল–ইরান সংঘাতের প্রথম দিন গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় বাঘেরি নিহত হন।
গত ১৩ জুন ভোররাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও।
আজ ষষ্ঠ দিনে গড়াল ইসরায়েল–ইরান সংঘাত। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২৪০ জন নিহত হয়েছে। আর ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে অন্তত ২৪ জন।