সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

হরমুজ প্রণালী চালু রাখতে চীনকে পাশে চায় আমেরিকা 

আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:১০ পিএম

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিতে পারে ইরান। দেশের পার্লামেন্ট ইতোমধ্যেই প্রণালীটি বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে রয়েছে।  

রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, এই সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের কাছে আবেদন জানিয়েছেন যেন তারা ইরানকে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত থেকে বিরত রাখতে উদ্যোগ নেয়।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবহন হয়। ইরান পূর্ব থেকেই পশ্চিমা দেশের চাপ এড়িয়ে রাখতে এই প্রণালী বন্ধের হুমকি দিয়ে আসছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদিত হয়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে পার্লামেন্ট সদস্য ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর কমান্ডার ইসমাইল কোসারি জানিয়েছেন, প্রণালী বন্ধের বিষয়টি এখন আলোচনার প্রধান এজেন্ডা এবং প্রয়োজন হলে তা কার্যকর করা হবে।

ইরানের প্রেস টিভিতে খবর ছড়িয়ে পড়ার পর মার্কো রুবিও চীনের প্রতি জোর দিয়ে বলেছেন, তারা যেন এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ না হতে দেয়। রোববার ফক্স নিউজে তিনি বলেন, ‘আমি চীনের সরকারকে অনুরোধ করব যাতে তারা ইরানের সঙ্গে আলোচনা করে, কারণ তারা তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।’

তিনি আরও বলেন, ‘ইরান যদি প্রণালী বন্ধ করে, তা হবে একটি বড় ভুল এবং নিজেদের অর্থনৈতিক আত্মহননের মতো। আমাদের কাছে বিকল্প পথ আছে, কিন্তু অন্য দেশগুলোর অর্থনীতি আমাদের চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

রুবিও সতর্ক করে বলেছেন, প্রণালী বন্ধ হলে উত্তেজনা বৃদ্ধি পাবে এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ প্রতিক্রিয়া জানাবে।

তবে রুবিওর এ বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ওয়াশিংটনের চীনা দূতাবাস থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েলের সমালোচনা করায় এবার ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘ প্রতিনিধির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন...
লেবাননের দক্ষিণাঞ্চলে কয়েকটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। অভিযানে হিজবুল্লাহর অবকাঠামো ও অস্ত্র মজুদের ডিপো ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারান। অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে ১০ জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস।...
২৪ ঘণ্টা ব্যবধানে দুই দফা বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহু হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন।...
চীন ও কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে, তারা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও...
সরকারি চাকরি আইন অনুযায়ী ২৫ বছরের চাকরিজীবন পূর্ণ হওয়ায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার  রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.