সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ইউএসএআইডির দরজা পুরোপুরি বন্ধ

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৯:৪৮ পিএম

আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংস্থাটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইউএসএআইডির অস্তিত্ব হুমকির মুখে পড়ে। এবার দরজা পুরোপুরি বন্ধ হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ওই সময় রুবিও বলেন, ৬ সপ্তাহ পর্যালোচনার পর সংস্থার ৫ হাজার ২০০টি চুক্তি বাতিল করা হয়েছে। এসব চুক্তিতে কয়েক দশক ধরে বিলিয়ন ডলার ব্যয় হয়েছে উল্লেখ করে অনেক ক্ষেত্রেই তা মার্কিন জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল বলেও জানান রুবিও।

ওই সময় জানানো হয়, চলতি বছরের ১ জুলাইয়ের মধ্যে ইউএসএআইডির কিছু কর্মকাণ্ড পররাষ্ট্র দপ্তরের সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে। এবার সেগুলোও বন্ধ হলো। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিয়েই ইউএসএআইডির ওপর খড়গহস্ত হন। তিনি সংস্থাটি ভেঙে দিতে চান। ইউএসএআইডিতে কাটছাঁট পদক্ষেপের একটা বড় অংশ তদারক করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি তখন সরকারি দক্ষতা বিভাগ বা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান ছিলেন। 

ইউএসএআইডির মাধ্যমে বিশ্বে হাজার হাজার কোটি ডলারের সহায়তা দিত আমেরিকা। এ সহায়তা বন্ধের ফলে বিভিন্ন দেশে দরিদ্র জনগোষ্ঠী ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন অনেকেই।

১৯৬১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইউএসএআইডি প্রতিষ্ঠা করেছিলেন। সংস্থাটিতে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী ছিলেন। আমেরিকার মোট বিদেশি সহায়তার পরিমাণ ৬৮ বিলিয়ন ডলার, যার মধ্যে শুধু ইউএসএআইডির জন্য প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দ ছিল।

এবার এত বড় একটি প্রকল্প পুরোপুরি বন্ধ করে দেওয়ায় কঠোর সমালোচনা করেছেন সাবেক দুই মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। এ ছাড়া প্রভাবশালী চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী দ্য ল্যানসেটে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আমেরিকা বিদেশি সহায়তা বন্ধ করায় বিশ্বজুড়ে এক কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর প্রশাসন দাতা সংস্থা ইউএসএআইডির বৈশ্বিক সাহায্য কর্মসূচিতে ব্যাপক বাজেট কাটছাঁট করেছে। প্রশাসনের দাবি, এই পদক্ষেপ অপ্রয়োজনীয় ব্যয় কমানোর অংশ।

এই গবেষণায় ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি মার্কিন পররাষ্ট্র দপ্তরের। এখানে কাটছাঁট করে আরও কার্যকর উপায়ে আমেরিকা সহায়তা অব্যাহত রাখবে বলে জানানো হয় দপ্তরের পক্ষ থেকে।

ব্রাজিলের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক চিঠিতে বিষয়টি জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদেন এ তথ্য...
মাত্র এক রাতেই ইউক্রেনে ৭২৮টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে অস্ত্র পাঠাবেন বলে ঘোষণা দেওয়ার পরই গতকাল মঙ্গলবার রাতে এই হামলা চালায় রুশ বাহিনী। তবে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধে এবার প্রধান টার্গেটে পরিণত হয়েছে এশিয়া। একে চীনের সঙ্গে ঘনিষ্ঠ দেশগুলোকে শাস্তি দেওয়ার একটি কৌশল বলে মনে করা হচ্ছে। এর জেরে হুমকিতে পড়বে এ অঞ্চলের...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুশি নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। বার্তা সংস্থা...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
টানা বৃষ্টি ও মেঘনার অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে নদীতীর রক্ষা বাঁধের বিভিন্নস্থানে ধস দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে আলেকজান্ডার ও মাতব্বরহাট বাঁধের পাঁচ কিলোমিটার এলাকা। হুমকির...
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে পুশ-ইন সন্দেহে সাতজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। এদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.