মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি নাইট ক্লাবের বাইরে বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে আর্টিস লাউঞ্জ নাইট ক্লাবের বাইরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে অল জাজিরা।
কর্তৃপক্ষ বলছে, রাত ১১টার দিকে শহরের রিভার নর্থ এলাকায় শিকাগো অ্যাভিনিউ ধরে চলা একটি গাড়ি থেকে গুলি চালানো হয়। নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী।
শিকাগো পুলিশ জানিয়েছে, ১৩ জন নারী এবং পাঁচজন পুরুষ হতাহত হয়েছে। যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। তিনজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রতিবেদেন বলা হয়, হামলার পর গাড়িটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। কাউকে গ্রেপ্তার করা যায়য়নি। শিকাগো পুলিশ সুপারিনটেনডেন্ট ল্যারি স্নেলিং সন্দেহভাজনদের ধরতে গোয়েন্দাদের সাহায্য করতে জনসাধারণকে আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, র্যাপার মেলো বাকজ, যিনি মেলানি ডয়েল নামেও পরিচিত; বুধবার সন্ধ্যায় তার নতুন অ্যালবামের রিলিজ উপলক্ষে লাউঞ্জে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
স্নেলিং জানান, হামলার কারণ খুঁজছে পুলিশ। তদন্তের গভীরে না পৌঁছানো পর্যন্ত আর্টিস লাউঞ্জ বন্ধ থাকবে। হামলাকারীদের শনাক্ত করা যায়নি, ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। স্পষ্টতই এ হামলার লক্ষ্যবস্তু ছিল। এটি কোনো এলোমেলো গুলি ছিল না।