ইরানের তেল রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সমর্থিত ১২ দিনের সংঘাতের পর, বৃহস্পতিবার তেহরানের ওপর প্রথম কোনো নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইরানের তেল রপ্তানি ছাড়াও, ইরাকের ব্যবসায়ী সালিম আহমেদ ও তাঁরও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
আমেরিকার অভিযোগ, এই ব্যবসায়ী ইরাকের তেলের সাথে মিশিয়ে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রি করে।
এদিকে, ইরান শান্তির পরিবর্তে চরমপন্থা বেছে নেওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বলেন, অর্থনীতিকে চাপে রাখতে দেশটির আয়ের উৎসে আঘাত করা অব্যাহত রাখবে ওয়াশিংটন।
এদিকে, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে ইরান মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।