সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

বিগ, বিউটিফুল বিলকে আইনে রূপ দিলেন ট্রাম্প

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৮:৩০ এএম

মার্কিন স্বাধীনতা দিবসের জমকালো অনুষ্ঠানে আলোচিত ‘বিগ, বিউটিফুল বিল’-এ সই করে এটিকে আইনে পরিণত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি বিলটিতে সই করেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, হোয়াইট হাউসের অনুষ্ঠানে যোগ দেন বিলটিকে পাসে সহায়তাকারী কিছু রিপাবলিকান আইনপ্রণেতা। ট্রাম্প বিলটিতে সই করে একে আইনে রূপ দেওয়ার সময় তারা দাঁড়িয়ে স্বাগত জানান।

চূড়ান্ত বিলটি সব রিপাবলিকানকে তুষ্ট করতে পারেনি, তবে প্রেসিডেন্ট ও কংগ্রেস তাদের আরোপিত সময়সীমা ৪ জুলাইয়ের মধ্যে বিলটি পাসে সক্ষম হয়েছে।

বিলে সইয়ের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা যা করেছি, তা হলো এক বিলে সবকিছুকে রেখেছি।’ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিলটিকে নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের সব নীতির প্রতিফলন ও মার্কিন জনগণের আকাঙ্ক্ষার নির্যাস হিসেবে আখ্যা দিয়েছেন। বিল পাস হওয়ার দিনটিকে তিনি আমেরিকার জনগণের বিজয়ের দিন হিসেবে আখ্যা দিয়েছেন।

টানা কয়েক দিনের উদ্বেগ-উৎকণ্ঠা ও আলোচনার পর বৃহস্পতিবার বিকেলে ২১৮-২১৪ ভোটে বিগ, বিউটিফুল বিলটি পাস হয়। এ বিল পাসের বিপক্ষে অবস্থান নেন রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ব্রায়ান ফিটজপ্যাট্রিক ও টমাস ম্যাসি। বিলের পক্ষে ভোট দেননি কোনো ডেমোক্র্যাট।

বিল পাসের আগে রিপাবলিকান বিরোধীদের সঙ্গে বৃহস্পতিবার ভোরে দলটির শীর্ষ নেতৃত্ব ও হোয়াইট হাউসের কর্মকর্তারা কথা বলেন।

হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বিলের প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন প্রেসিডেন্ট। তিনি মধ্যরাতে ফোনকল করে বিলটিকে কংগ্রেসে পাস হওয়ায় সহায়তা করেন।

বিলটি ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদকালে দেওয়া কর ছাড়েরই সম্প্রসারিত রূপ। পাশাপাশি সেনাবাহিনী ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচও বাড়ানো হবে।

এই বিলে কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য মেডিকেইড নামের স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্যসহায়তা কর্মসূচির খরচ থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার কাটাছাঁটের কথা বলা হয়েছে। এতে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্যবিমার বাইরে চলে যাবেন। যদিও ট্রাম্প এ কর্মসূচিতে হাত না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বিশ্লেষকেরা বলছেন, এ বিল আইনে রূপ নেওয়ায় আমেরিকার জাতীয় ঋণ এক দশকে বেড়ে দাঁড়াবে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারে।   

৫০ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে ন্যাটো প্রধান মার্ক রুটের সাথে বৈঠকে এ...
আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যের লেক্সিংটনে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজনের অবস্থায় গুরুতর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ...
ট্রাম্প বলেন, ‘নিজের দেশকে রক্ষা করার জন্য উন্নত মানের অস্ত্র দরকার ইউক্রেনের। এ কারণে দেশটিকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল পাঠাবে আমেরিকা।’ 
আমেরিকার অ্যারিজোনায় নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। অ্যারিজোনার কোকোনিনো কাউন্টির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, এর মধ্য দিয়ে ২০০৭...
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার...
পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির সময় স্বামীর বাড়িতে বেড়াতে এসে এক আমেরিকা প্রবাসী নববধূ (২৭) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় ডাকাতি ও ধর্ষণ মামলা হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন দুজন আটক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.