আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের কের কাউন্টিতে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই এলাকায় সামার ক্যাম্পে গিয়ে এখনও ২৩ থেকে ২৫ জন নিখোঁজ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, টেক্সাস অঙ্গরাজ্যের কাউন্টিতে আরও এজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বন্যার কারণে তাঁর মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বন্যায় এখন পর্যন্ত মোট ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই বন্যাকে ‘নজিরবিহীন বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন। বন্যায় টেক্সাসে জরুরি সেবা ঘোষণা করা হয়েছে এবং উদ্ধারকারীদের সকল প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন গ্রেগ অ্যাবট।
গ্রেগ অ্যাবট বলেছেন, বন্যায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার সারা রাত ধরে অভিযান চালানো হবে। স্থানীয় সময় রাত ৯টা থেকে ‘নিরবচ্ছিন্ন’ অনুসন্ধান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, হঠাৎ যে পরিমাণ বৃষ্টিপাত তারা দেখছে, তা পূর্বাভাসে জানানো হয়নি।
এর আগে আজ সকালে স্থানীয় কর্তৃপক্ষ বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে ১৩ জনের মৃত্যুর কথা জানানো হয়। এতে বলা হয়, নিখোঁজদের মধ্যে প্রায় ২০টি শিশু রয়েছে, যারা একটি সামার ক্যাম্পে ছিল।
স্থানীয় কর্মকর্তারা জানান, গুয়াদালুপে নদীর হঠাৎ ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যাওয়ায় টেক্সাসে বন্যা দেখা দিয়েছে। মাত্র ৪৫ মিনিটের মধ্যে এই নদীর পানি ব্যাপকভাবে বেড়ে যায়। যার ফলে ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে।