যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এদের মধ্যে ১৫ জনই শিশু। এখনও নিখোঁজ ২৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। টেক্সাসের গভর্নর জানান, তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলবে। তবে কোনো ধরনের পূর্বাভাস দেয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় কর্তৃপক্ষের। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত শুক্রবার স্বাধীনতা দিবস ঘিরে উৎসবে মেতে উঠে পুরো যুক্তরাষ্ট্র। তবে ভিন্ন চিত্র টেক্সাসে। রাজ্যটির বাসিন্দারা লড়ছেন বাঁচামরা নিয়ে। আকস্মিক বন্যায় বিপর্যস্ত অঙ্গরাজ্যটি। শুক্রবার সকালে ৪৫ মিনিটের ব্যবধানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গুয়াডালুপ নদীর পানি বেড়ে যায় ২৬ ফুট।
ভয়াবহ বন্যায় মিলেছে প্রাণহানির তথ্য। চার প্রাপ্ত বয়স্কসহ অল গার্লস মিস্টিক ক্যাম্প থেকে নিখোঁজ ২০ জনের বেশি মেয়েশিশু। তাদের সন্ধানে চলছে অভিযান। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ২ শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা বৃদ্ধির শঙ্কা কর্তৃপক্ষের।
বন্যার ভয়াবহতা পৌঁছেছে বিপর্যয়ের অতি মাত্রায়। তাই টেক্সাসবাসীকে প্রার্থনার আহ্বান গভর্নরের। রাজ্যটিতে জরুরি সতর্কতা জারি করেন গ্রেগ অ্যাবট। সাংবাদিকদের তিনি বলেন, আমরা নিখোঁজদের পরিবার থেকে শিগগিরই তথ্য সংগ্রহ করবো। তাদের উদ্ধারে আমরা শেষ পর্যন্ত সর্বাত্মক চেষ্টা চালাবো। উদ্ধার অভিযানে আমরা প্রতিটি ব্যক্তি ও সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করবো। এবং এ দুর্যোগের সাথে জড়িত প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে।
গুয়াডালুপ নদীর পানি বাড়বে কিংবা বন্যা হতে পারে, টেক্সাসের কাউন্টিগুলোতে এমন পূর্বাভাস দেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় কর্তৃপক্ষের। একারণেই যথাযথ পদক্ষেপ নেয়া যায়নি বলে মত তাদের।
টেক্সাসের বন্যাকে ভয়াবহ ও মর্মান্তিক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর স্থানীয়দের কর্তৃপক্ষের নির্দেশনা মানার আহ্বান জানান রাজ্যের দুই সিনেটর।