আমেরিকার টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এদের মধ্যে ১৫ জনই শিশু। এখনও নিখোঁজ ২৭ জন। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। টেক্সাসের গভর্নর জানান, নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলবে। এ পর্যন্ত ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
আকস্মিক বন্যার কবলে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্য, সময়ের সঙ্গে বাড়ছে প্রাণহানি। নিখোঁজ ও জীবিতদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া উদ্ধারকাজ জোরদার করতে একটি বর্ধিত দুর্যোগ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জরুরি অবস্থা মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তাঁর প্রশাসন ঘনিষ্ঠভাবে কাজ করছে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেন, ‘যারা নিখোঁজ হয়েছেন তারা প্রত্যেকে বেঁচে রয়েছেন, এমন আশা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। উদ্ধার অভিযানের প্রতিটি সময় মূল্যবান। কারণ এ সময় প্রত্যেকেই বেঁচে থাকার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা তাদের এই চেষ্টা বৃথা যেতে দেব না।’
এ ছাড়া ট্র্যাভিস কাউন্টির কর্তৃপক্ষ বাসিন্দাদের বন্যার পানিতে তলিয়ে থাকা রাস্তা এড়িয়ে চলতে এবং সরকারি জরুরি নম্বরে যোগাযোগ রাখতে আহ্বান জানিয়েছে। একইসঙ্গে নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ফিরে যাওয়ার চেষ্টা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেরভিল সিটি ম্যানেজার ডেলটন রাইস বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের যে সংখ্যা আমাদের কাছে রয়েছে, তা নিশ্চিত করে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করছি না। কারও পরিচিত নিখোঁজ থাকলেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কারণ সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ছে। আমরা সবাইকে খুঁজে বের করতে বদ্ধপরিকর।’
জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, কের কাউন্টিতে বন্যার জরুরি অবস্থা প্রায় শেষ হয়ে এলেও আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে, গুয়াডালুপ নদীর তীরবর্তী এলাকাগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করায় আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৮ শতাধিক বাসিন্দাকে।
অন্যদিকে টেক্সাসের দক্ষিণ মধ্যাঞ্চলীয় কোমল কাউন্টিতে আকস্মিক বন্যার জরুরি সতর্কাবস্থা জারি করা হয়েছে। একইসঙ্গে টেক্সাসের মধ্যাঞ্চলেও জারি করা হয়েছে বন্যা সতর্কতা।