গত শুক্রবার স্বাধীনতা দিবস ঘিরে উৎসবে মেতে উঠে পুরো আমেরিকা। তবে ভিন্ন চিত্র টেক্সাসে। রাজ্যটির বাসিন্দারা লড়ছেন বাঁচামরা নিয়ে। আকস্মিক বন্যায় বিপর্যস্ত অঙ্গরাজ্যটি। শুক্রবার সকালে ৪৫ মিনিটের ব্যবধানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গুয়াডালুপ নদীর পানি বেড়ে যায় ২৬ ফুট।
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এদের মধ্যে ১৫ জনই শিশু। এখনও নিখোঁজ ২৭ জন। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। টেক্সাসের গভর্নর জানান, নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলবে। এ পর্যন্ত ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
ছবিতে দেখুন বন্যা পরিস্থিতি: